Spain has made it to the final of the Women's World Cup. (Photo Credits: Twitter)

মহিলাদের ফুটবল বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠল স্পেন। মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেনের মহিলা দল। খেলা শেষ দশ মিনিট দারুণ উত্তেজক হয়। এই দশ মিনিটের মধ্যেই হয় তিনটি গোল। ম্যাচের ৮১ মিনিটে স্পেনকে গোল করে এগিয়ে দেন পারালেউলো। সাত মিনিট বাদেই সুইডেনকে সমতায় ফেরান রেবেকা ব্লোমকুভিস্ত। এরপর ৮৯ মিনিটে স্পেনের জয়সূচক গোলটি করেন ওলগা কারমোনা। আমেরিকা ও জাপানের মত মহিলা ফুটবলের দুই শক্তিধর দেশকে নক আউট রাউন্ডে হারিয়ে সেমিফাইনালে ওঠা সুইডেনের দৌড় থামল স্পেনের মহিলাদের দুরন্ত ফুটবল। গ্রুপ লিগে জাপানের কাছে ০-৪ গোলে হারার ধাক্কা কাটিয়ে একেবারে স্বপ্নের ফুটবল খেলে ফাইনালে উঠল স্পেনের মহিলা দল।

প্রি কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৫-১ ও কোয়ার্টার ফাইনালে শক্তিশালী নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল স্পেনের মহিলা দল। ২০১০ বিশ্বকাপে প্রথমবার ফাইনালে খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেনের পুরুষ ফুটবল দল, ১৩ বছর পর এবার কি স্পেনের মহিলারা তেমন কিছু করে দেখাতে পারবেন? আরও পড়ুন-

দেখুন টুইট

রবিবার মহিলাদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে কাল, বুধবার দ্বিতীয় সেমিফাইনালে নামা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আগেই ঠিক হয়ে গিয়েছিল এবার মহিলাদের ফুটবল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেতে চলেছে।