Women's World Cup 2022: টানা তিন ম্যাচে হেরে বিদায়ের মুখে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ভারতকে টপকে দুইয়ে উঠল দক্ষিণ আফ্রিকা

ওয়েলিংটন: মহিলাদের বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড টানা তিনটে ম্যাচে হারল। আজ, সোমবার বে ওভালে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরে বিদায়ের মুখে ইংল্যান্ডের মহিলা দল। এর আগে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডির বিরুদ্ধে হেরেছিল ইংল্যান্ড। অন্যদিকে, তিনটে খেলে তিনটেতেই জিতে লিগ তালিকায় ভারতকে টপকে দুই নম্বরে উঠে এল দক্ষিণ আফ্রিকা (৬ পয়েন্ট)। দক্ষিণ আফ্রিকার সমসংখ্যাক পয়েন্ট পেলেও নেট রানরেটের ভিত্তিতে শীর্ষে অস্ট্রেলিয়া। এদিন, প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে ২৩৫ রান। জবাবে চার বল বাকি থাকতে ৩ উইকেটে জিতে নেয় প্রোটিয়া-রা।

অ্যামি জোন্স (৫৩) ছাড়া ইংল্যান্ডের আর কোনও ব্যাটাররা রান পাননি। দক্ষিণ আফ্রিকার জয়ের কারিগর মারিজানে কাপ। বল হাতে ৪৫ রানে ৫ উইকেট তুলে নেওয়ার পর, ব্যাট হাতে ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন প্রোটিয়া ক্রিকেটার মারিজানে। আরও পড়ুন:ফিরল ২৩ বছর আগের নর্থদাম্পটনের স্মৃতি, মহিলা বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমক বাংলাদেশের

দেখুন টুইট

এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের পর সেমিফাইনালে ওঠার লড়াই আরও জমে গেল। এখনও পর্যন্ত অপরাজিক অস্ট্রেলিয়া (৬), দক্ষিণ আফ্রিকা (৬) এখন লিগ তালিকায় প্রথম দুটি স্থান আছে। তারপর চার পয়েন্টে দাঁড়িয়ে তিনটি দল- ৩) ভারত, ৪) নিউ জিল্যান্ড, ৫) ওয়েস্ট ইন্ডিজ। ভারত, ওয়েস্ট ইন্ডিজ তিনটি করে ম্যাচ খেলেছে, সেখানে আয়োজক দেশ নিউ জিল্যান্ড খেলেছে চারটি ম্যাচ। প্রতিটি দল রাউন্ড রবীন লিগে সাতটি করে ম্যাচ খেলবে। তারপর পয়েন্ট তালিকায় থাকা প্রথম চারটি দেশ সেমিফাইনালে উঠবে, আর শেষ চারটি দল বিদায় নেবে। ভারতীয় মহিলা দলের পরবর্তী ম্যাচ, ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী বুধবার। এর আগে মিতালী রাজরা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছেন, তবে হেরে গিয়েছেন কিউইদের বিরুদ্ধে।

দিনের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পায় বাংলাদেশ। চলতি মহিলাদের বিশ্বকাপে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি পাকিস্তান ও ইংল্যান্ড। দু পয়েন্ট পেয়ে বাংলাদেশ আছে ৬ নম্বরে।