Bangladesh Women's Cricket Team. (Photo Credits: Twitter)

হ্যামিলটন, ১৪ মার্চ: ১৯৯৯ পুরুষদের বিশ্বকাপের গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়ে বিশ্ব ক্রিকেটে উত্থান শুরু হয়েছিল বাংলাদেশের। ২৩ বছর বাদে একই রকম ঘটনা ঘটল, তবে এবার মহিলা বিশ্বকাপে। আজ, সোমবার হ্যামিলটনে মহিলাদের বিশ্বকাপের রাউন্ড রবীন লিগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমকে দিল বাংলাদেশ। এটাই মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের প্রথম জয়।  নিগার সুলতানারা ৯ রানে জিতে চলতি মহিলা বিশ্বকাপে পয়েন্ট তালিকায় খাতা খুললেন। অন্যদিকে, সিদরা আমিনের দুরন্ত সেঞ্চুরির পরেও বাংলাদেশের কাছে হেরে মহিলাদের বিশ্বকাপ থেকে বিদায় কার্যত নিশ্চিত হল পাকিস্তানের।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করেছিল ২৩৪ রান। তিন নম্বরে নেমে দারুণ ইনিংস খেলেন ফারগানা হক (৭১ রান)। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার সিদারা আমিন ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলেলেও লোয়ার মিডল অর্ডারের ধসে পাকিস্তান অল আউট হয়ে যায় ২২৫ রানে। পাকিস্তানের লোয়ার মিডল অর্ডারে পরপর তিনজন ব্যাটার শূন্য রানে আউট হন। একটা সময় পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ১৮৩ রান। সেখান থেকে ৭ উইকেটে ১৮৮ হয়ে যায় পাকিস্তান। মানে পাঁচ রানের মধ্যে সেই সময় পাঁচ উইকেট হারান ফারুফ মাহরুফ-রা। বাংলাদেশের স্পিনার ফাহিমা খাতুন ৩৮ রানে ৩টি উইকেট নেন। রুমানা আহমেদ নেন দুটি উইকেট। আরও পড়ুন: দর্শকাসন থেকে ক্রমাগত কটুক্তি, কোর্টে কান্নায় ভেঙে পড়লেন নাওমি ওসাকা

দেখুন টুইট

২৩ বছর আগে নর্থাদাম্পটনে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে বাইশ গজের বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিলেন খালিদ মেহমুদ, আমিনুল ইসলাম-রা। পাকিস্তানকে হারানোর সুবাদে কিছু মাস পরেই টেস্ট খেলার মর্যাদাও পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ পুরুষ দল করেছিল ২২৩ রান। জবাবে সঈদ আনোয়ার, শাহিদ আফ্রিদি, ইনজামাম উল হক, ওয়াসিম আক্রামদের মাত্র ১৬১ রানে অল আউট করেছিলেন খালিদ মেহমমুদ, সঈফুদ্দিন আহমেদরা।

মহিলা ক্রিকেটে পাকিস্তানের মহিলা দল তাদের পুরুষ দলের মত অতটা শক্তিশালী না হলেও বাংলাদেশের মহিলা দলের আজকের জয় সব অর্থেই স্মরণীয়।