ENG W vs SA W: মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ৬৯ রানে গুটিয়ে গেল। টানা দুটি টি-২০ বিশ্বকাপের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা এদিন মাত্র ২০.৪ ওভারে অল আউট হয়ে যায়। গুয়াহাটির বরষাপাড়া স্টেডিয়ামে ব্রিটিশ বোলাররা এদিন অনবদ্য বোলিং করেন। ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার লিন্ডসে স্মিথ মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ইংল্যান্ডের বাকি দুই স্পিনার সোফির একেলস্টন ১৯ রান দিয়ে ২টি ও চার্লি ডিন সোফি ডিন ১৪ রান দিয়ে ২টি উইকেট নেন। ইংল্যান্ডের তিন স্পিনারের করা ১৪ ওভারেই মূলত গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার মাত্র একজন দুই অঙ্কের রান করেন-সিনোলা জাফটা (২)। বাকি সবাই এক অঙ্কের রান করেন। দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারের পাঁচজন ব্যাটারই এক অঙ্কের সংখ্যায় রান করে আউট হন। জিততে হলে ৫০ ওভারে ইংল্যান্ড করতে হবে মাত্র ৭০ রান।
চলতি বিশ্বকাপে প্রথম তিনটি বিশ্বকাপে জয় পেয়েছে যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ
এটাই চলতি মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ। এখনও পর্যন্ত এই বিশ্বকাপে মোট তিনটি ম্যাচ খেলা হয়েছে- উদ্বোধনী ম্যাচে ভারত ৫৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে, গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৮৯ রানে হারিয়েছে নিউ জিল্যান্ডকেষ। আর গতকাল, বৃহস্পতিবার কলম্বোয়ে পাকিস্তানকে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
৬৯ রানে অল আউট দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল
South Africa crash to their second-lowest total in a women's ODI World Cup 📉
All five of England's bowlers amongst the wickets with Linsey Smith's three early strikes setting it up 🔥
👉 https://t.co/wc1uCWCm7F pic.twitter.com/QzHxNXZtZG
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 3, 2025
কী ফর্ম্য়াটে চলছে বিশ্বকাপ
প্রথমে রাউন্ড রবীন লিগে অংশগ্রহণকারী আটটে দেশ একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে। পয়েন্ট তালিকায় থাকা প্রথম চারটি দেশ সেমিফাইনালে উঠবে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে কলম্বোয়।