দিল্লি, ১১ অক্টোবর: দিল্লিতে বিপর্যয় দক্ষিণ আফ্রিকার। মঙ্গলবার ফিরোজ শাহ কোটলা তৃতীয় তথা শেষ ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানে অল আউট হয়ে গেল প্রোটিয়ারা। কুলদীপ যাদব, ওয়াশিটন সুন্দর ও শাহবাজ আমহেমেদর ঘূর্ণিতে দু অঙ্কেই শেষ দক্ষিণ আফ্রিকা। বাভুমা, কেশব মহারাজের অনুপস্থিতি ডেভিড মিলারের নেতৃত্বে দিল্লিতে নেমে একেবারে খারাপ খেললেন প্রোটিয়ারা ব্যাটাররা। মাত্র তিনজন ব্যাটার দু অঙ্কের রান করলেন।
প্রোটিয়া ব্যাটার হেনরিক ক্লাসেন (৩৪) ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। কুলদীপ যাদব ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন, ওয়াশিংটন সুন্দর ১৫ রান দিয়ে দুটি ও শাহবাজ আহমেদ ৩২ রান দিয়ে ২টি উইকেট নেন।
ভারতের তিন স্পিনার মিলিয়ে ৬৫ রান দিয়ে নেন ৮টি উইকেট। শার্দুল ঠাকুর ১৭ রান দিয়ে নেন ২টি উইকেট। ওয়ানডে সিরিজ জিততে হলে শিখর ধাওয়ানদের করতে হবে ঠিক ১০০ রান।