Arshdeep Singh. (Photo Credits: Twitter)

রবিবার জোহানেসবার্গে একেবারে অবিশ্বাস্য বোলিং স্পেল ভারতের দুই প্রতিশ্রুতিমান পেসার আর্শদীপ সিং ও আবেশ খানের। প্রথম ওয়ানডে ম্যাচে আর্শদীপের পাঁচ ও আবেশের চার উইকেটের আগুনে স্পেলে ঝলসে গিয়ে দক্ষিণ আফ্রিকা মাত্র ১১৬ রানে অল আউট হয়ে গেল। নিজেদের দেশের মাটিতে প্রোটিয়ারা ২৭.৩ ওভারে অল আউট হয়ে গেল। শুধু মহম্মদ সিরাজ, মহম্মদ শামি কিংবা বুমারারাই নয়, এবার আর্শদীপ-আবেশেরাও আন্তর্জাতিক ক্রিকেটে চমকপ্রদ স্পেল করছেন।  ভারতীয় ক্রিকেটে এর চেয়ে ভাল আর কি ই বা হতে পারে।

জোহানেসবার্গে এদিন শুরুথেকেই আর্শদীপ, আবেশের স্পেলে বেসামাল ছিলেন মার্করামরা। মাত্র ২ রানের মধ্যে তিন উইকেট হারায় প্রোটিয়ারা। ওপেনার টনে ডে জরজি (২৮) ও শেষের দিকে আন্দেলে ফেলাকাও (৩৩) ছাড়া পুরো দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তাসের ঘরের মত ভেঙে পড়ে। ৮ উইকেটে ৭৩ থেকে শেষ অবধি দক্ষিণ আফ্রিকা অল আউট হয় ১১৬ রানে। আরও পড়ুন-টেস্ট সিরিজ থেকে সরলেন ইশান কিষাণ, পরিবর্তে শ্রীকর ভরত

দেখুন স্কোরবোর্ড

আর্শদীপ ৩৭ রানে ৫টি ও বেশ ২৭ রানে ৪টি উইকেট নেন। কুলদীপ ৩ রান দিয়ে ১টি উইকেট নেন। ভারতের মাত্র চারজন বোলার বল করেন। মুকেশ কুমার কোনও উইকেট পাননি। এই ম্য়াচে দেশের জার্সিতে ওয়ানডে-তে অভিষেক হল সাই সুদর্শনের।