Shubman Gill (Photo Credit: ESPNCricinfo/ X)

Captain Shubhman Gill: ইংল্যান্ডে চলতি টেস্ট সিরিজে শুভমন গিলের অধিনায়কত্ব দেখে দারুণ খুশি বোর্ড কর্তারা। যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডে টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ২৫ বছরের গিল, তা নিয়ে নির্বাচকরা নতুন চিন্তাভাবনায়। গিলকে শুধু আর পাঁচদিনের ক্রিকেটে নয়, পাশাপাশি ওয়ানডে-তেও দায়িত্ব দিয়ে আগ্রহী বিসিসিআই কর্তারা। ওয়ানডে বিশ্বকাপের এখনও দু বছর। এই দু বছরে গিলকে পূর্ণসময়ের জন্য টিম ইন্ডিয়ার ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হতে পারে। আগামী মাস, অগাস্টে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলার কথা টিম ইন্ডিয়া। সব ঠিক থাকলে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে নামবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এবার সেই ওয়ানডে সিরিজে গিলের নেতৃত্বে খেলতে পারেন কোহিল, রোহিত-রা। আইপিএলে গুজরাট টাইটান্সে গিলের নেতৃত্ব দেখে খুশি হন নির্বাচকরা। এরপর ইংল্য়ান্ডে চলতি টেস্ট সিরিজে গিলকে দেখে নির্বাচকরা নিশ্চিত, এবার ৫০ ওভারের ক্রিকেটেও গিল যুগের শুরু হওয়া উচিত।

২০২৭ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃত্বে গিল!

টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়ে এখন রোহিত শর্মা শুধু ওয়ানডে খেলছেন। রোহিতের নেতৃত্বেই ক'মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। তার আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও ভারত খেলে রোহিতের অধিনায়কত্বে। রোহিত চাইছেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেওয়ার। বোর্ড কর্তাদের একটা বড় অংশ চাইছেন গিলের নেতৃত্বেই রোহিত ওয়ানডে-তে খেলুন। আরও পড়ুন- লর্ডসে ঋষভ পন্থের খেলা নিয়ে এল বড় আপডেট, বেন স্টোকসের চোটে বিপাকে ইংল্যান্ডও

গিলকে ভোট গম্ভীরের!

ইংল্যান্ডে অধিনায়ক হিসাবে টেস্ট অভিষেক সেঞ্চুরি, দ্বিতীয় টেস্টে প্রথমে ইনিংসে ২৬৪ রান ও দ্বিতীয়টিতে সেঞ্চুরি করে নজির গড়েন গিল। শুধু ব্যাটিংই নয়, অধিনায়ক হিসাবে যেভাবে দলের বাকিদের সঙ্গে মিশে যাচ্ছেন, চাপ সামাল দিচ্ছেন তা নিয়ে গিলকে ফুল মার্কস দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। এবার ওয়ানডে-তে রোহিত যুগের অবসান ঘটিয়ে গিল জমানার শুরু করা উচিত বলে অনেকের মত। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় হতে চলা ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে গিলের নেতৃত্বে খেলতে দেখা যেতে পারে টিম ইন্ডিয়াকে।