কানপুর, ২৮ নভেম্বর: প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দলের ব্যাটিং বিপর্যয়ে ফের হাল ধরলেন অভিষেক টেস্টে সেঞ্চুরি করা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আর শুধু হালই ধরলেন না সেই সঙ্গে করলেন এক নয়া রেকর্ড। প্রথম ভারতীয় হিসেবে ডেবিউ টেস্টের প্রথম ইনিংসে শতরান (Century) এবং দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করার রেকর্ড করলেন শ্রেয়াস। প্রথম ইনিংসে ১০৫ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে শ্রেয়স করলেন ৬৫ রান। উল্টে প্রান্তে যখন একের পর এক ব্যাটসম্যান আউট হচ্ছেন তখন ঋদ্ধিমানের (Wriddhiman Saha) সঙ্গে দারুণ লড়লেন শ্রেয়স। সপ্তম উইকেটে শ্রেয়স-ঋদ্ধি যোগ করলেন অতি গুরুত্বপূর্ণ ৬৪ রান।
কানপুর টেস্টে তৃতীয় দিনে ১৪ রানে ১ উইকেট অবস্থায় খেলা শেষ হয়েছিল। এদিন সকাল থেকে একের পর এক উইকেট পড়ে কার্যত ব্যাটিং বিপর্যয় হয় ভারতের। অস্বিন আর শ্রেয়াস আইয়ার না খেললে শোচনীয় অবস্থা হতো ভারতের। ফের ব্যাট হাতে ব্যর্থ পূজারা এবং অধিনায়ক আজিঙ্কে রাহানে। আরও পড়ুন: ওপেনিং জুটিতে ১৫১-র পর অক্ষরের ঘূর্ণিতে কিউইরা অল আউট ২৯৬ রানে
দেখুন টুইট
Shreyas Iyer's terrific debut Test continues 👏#WTC23 | #INDvNZ | https://t.co/9OZPrsh0Tm pic.twitter.com/oCmSOojfca
— ICC (@ICC) November 28, 2021
ঘাড়ে চোট থাকা অবস্থায় শ্রেয়াস আইয়ারকে যোগ্য সঙ্গত দিচ্ছেন বাংলার ঋদ্ধিমান সাহা। বড় রানের টার্গেট না দিলে যে কোনও মুহূর্তে ম্যাচ হাতছাড়া হতে পারে ভারতের। তাই ভারতীয় দলের শেষ ভরসা ঋদ্ধিমান সাহা এবং শ্রেয়স আইয়ার জুটির ওপর। যতক্ষণ এরা রান করতে পারবে ততক্ষণই ভারতের পক্ষে অনুকূল।
অন্যদিকে, মায়াঙ্ক আগারওয়ার সুযোগ পেয়েও ব্যর্থ। এদিন জাদেজার ব্যাট থেকে রান আসেনি, শূণ্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। আবার দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি এসে যাবেন। তারপর ব্যাটিং কম্বিনেশন নিয়ে ভাবতে হবে ভারতের টিম ম্যানেজমেন্টকে। কারণ লাগাতার ব্যর্থ হচ্ছেন পূজারা এবং রাহানে।
প্রসঙ্গত, ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার ভারতের সমানে চ্যালেঞ্জ টেস্টের আঙিনায় কিউয়িদের টেক্কা দেওয়ার। কোহলি, রোহিত, লোকেশ রাহুলের মতো প্রথমসারির সিনিয়র তারকাদের ছাড়াই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের লড়াইয়ে নামে ভারতীয় দল। স্বাভাবিকভাবেই অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দলের পক্ষে কাজটা মোটেও সহজ হবে না নিশ্চিত। নিউজিল্যান্ড যদিও দলে পায়নি ট্রেন্ট বোল্ট ও ডেভন কনওয়ের মতো তারকাদের।