আমেদাবাদ, ১২ মার্চ: মোতেরায় টেস্টের মাঠে পিঠের নিচের অংশে চোট পেলেন ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চোট থাকায় ব্যাট করতে নামাতে পারেনি শ্রেয়স। এদিনে, মোতেরায় চতুর্থ দিনে রবীন্দ্র জাদেজার আউটের পর তাঁর আগে নামতে দেখা যায় শ্রীকর ভরতকে। গতকাল, তৃতীয় দিনের খেলা শেষে ব্যথা অনুভব করার পর শ্রেয়সের পিঠে স্ক্যান করা হয়। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে।
শ্রেয়সের চোটে আশঙ্কার কালো মেঘ কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার এমন সময় চোট পেলেন যখন আইপিএল একেবারে সামনে। আরও পড়ুন-ক্রাইস্টচার্চে চতুর্থ ইনিংসে কিউইরা ২৮৫ করলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত
দেখুন টুইট
Shreyas Iyer!#INDvAUS pic.twitter.com/ulosY2YVr6
— RVCJ Media (@RVCJ_FB) March 12, 2023
যে ধরনের চোট পেয়েছেন শ্রেয়স, তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে তিনি অনিশ্চিত। এর আগেও শ্রেয়সের পিঠের চোট তাঁকে ভুগিয়েছে।