ক্রাইস্টচার্চ টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে হলে ম্যাচের চতুর্থ ইনিংসে নিউ জিল্যান্ডকে করতে হবে ২৮৫ রান। কিউইরা এই টেস্টে জিতলে বা ড্র করলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে। কিউইদের হাতে আছে গোটা একটা দিন, আর একটা সেশন। এদিন কিউইদের বিরুদ্ধে চতুর্থ দিনে দারুণ সেঞ্চুরি করলেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্য়াঞ্জেলে ম্যাথিউজ। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে লঙ্কান অলরাউন্ডার ১১৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা অল আউট হল ৩০২ রানে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা পিছিয়ে ছিল ১৮ রানে। ফলে ম্যাচের চতুর্থ ইনিংসে জিততে হলে নিউ জিল্যান্ডকে করতে হবে ২৮৪ রান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে ক্রাইস্টচার্চ জিততেই হবে শ্রীলঙ্কাকে। দু টেস্টের এই সিরিজের দুটো ম্য়াচের একটাতেও শ্রীলঙ্কা হারলে বা ড্র করলেই টিম ইন্ডিয়া ফাইনালে উঠবে। আরও পড়ুন-যেখানে খেলার জন্য এত লড়াই, সেই ওভাল এখন বরফের তলায়
অবশ্য মোতারায় চলতি টেস্টে টিম ইন্ডিয়া জিতলেই সরাসরি রোহিত শর্মারা ফাইনালে উঠবে, তখন আর ক্রাইস্টচার্চ টেস্টের এই দিক থেকে কোনও গুরুত্বই থাকবে না। কিন্তু মোতেরার পিচ আর ম্যাচ যে দিকে চলেছে তাতে ভারতের জেতা কঠিন। আর তাই ভারতীয় সমর্থকরা এখন তাকিয়ে নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দিকেই। শ্রীলঙ্কা উইকেট হারালে আনন্দে মাতছেন ভারতীয়রা।