হাওড়া, ১৬ ডিসেম্বর: বালির (Bali) গেস্ট হাউস থেকে উদ্ধার হল জাতীয়স্তরের শ্যুটার কণিকা লায়েকের (Shooter Konica Layak) ঝুলন্ত দেহ। ওই গেস্ট হাউসে কণিকা পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। বুধবার দুপুরে তাঁর দোতলার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে কণিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে খেলাধুলোতে আশানুরূপ ফল না হওয়ার কথা লেখা রয়েছে। পুলিশ কণিকার মোবাইলটি উদ্ধার করেছে। ধানবাদের বাসিন্দা প্রতীম লায়েকের মেয়ে কণিকা প্রাক্তন অলিম্পিয়ান এবং অর্জুন পুরষ্কার বিজয়ী জয়দেব কর্মকারের (Joydeep Karmakar) অধীনে প্রশিক্ষণ নিচ্ছিলেন। ফেব্রুয়ারিতে তাঁর বিয়ের ঠিক হয়েছিল।
জয়দীপ বলেছেন যে কণিকা গত ১০ দিন ধরে প্রশিক্ষণে অনিয়মিত ছিলেন। তিনি বলেন, “এটি আমাদের সকলের জন্য মর্মান্তিক খবর। সে অনুশীলনে ঠিকমতো আসছিল না। দেরিতে আসছিল, কোনওদিন আবার আসছিলই না। কণিকার শীঘ্রই বিয়ে হওয়ার কথা ছিল। আমি সত্যিই জানি না যে কী এমন ঘটল যার জন্য় তিনি এই পদক্ষেপ নিলেন।"
পুলিশের প্রাথমিক অনুমান, জাতীয়স্তরের ওই খেলোয়াড় মানসিকভাবে অবসাদে ছিলেন। গত বছর জানুয়ারিতে ঝাড়খণ্ডে রাজ্যস্তরের শ্যুটিং প্রতিযেগিতায় সোনা ও রুপোর পদক পান কণিকা। কিন্তু, ঝাড়খণ্ড সরকারের তরফে কোনও প্রকার সাহায্য মেলেনি বলে টুইট করেন। দামি রাইফেল কেনার জন্য সহযোগিতা চেয়ে সেই টুইটে আবেদন করেছিলেন অভিনেতা সোনু সুদকেও। কণিকার টুইট পড়েই সোনু জানিয়ে ছিলেন, আমি তোমাকে রাইফেল দেব। খুব তাড়াতাড়ি রাইফেল পৌঁছে যাবে। দেশের জন্য কণিকা আরও মেডেল আনুক, সেই প্রার্থনাও করছিলেন সোনু। পরে সোনুর পাঠানো নতুন রাইফেল হাতে পান কণিকা।