Shahid Afridi (Photo Credit: X/Screengrab)

Shahid Afridi: গতকাল, রবিবার ইংল্যান্ডে প্রাক্তন তারকা ক্রিকেটারদের নিয়ে হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়ে যায়। পহেলগাম জঙ্গি হামলা, অপরাশেন সিঁদুরের পর যুদ্ধ পরিস্থিতি সহ নানা কারণে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করেন যুবরাজ সিং, হরভজন সিং, ইউসুফ ও ইরফান পাঠান সহ ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস 2025'-র রাউন্ড রবীন লিগের ম্যাচে ভারত চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্সদের মধ্য়ে ম্যাচ হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু ভারতীয়দের বয়কটে তা বাতিল হওয়ার বিষয়ে বিরক্তি প্রকাশ করলেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

আফ্রিদির দাবি, ছোটখাটো ঘটনা ভুলে সামনে তাকানো উচিত

ভারতের প্রাক্তনদের বিরুদ্ধে খেলতে উদগ্রিব থাকা আফ্রিদি হতাশ গলায় বললেন, "রাজনীতির সঙ্গে খেলাকে কখনই গুলিয়ে ফেলা উচিত নয়। যেসব দেশেরা এগিয়ে যেতে চায়, তারা ছোটোখাটো বিষয়কে পিছনে ফেলে সামনের দিকে তাকায়। আমাদেরও তেমনটা করা উচিত। আমাদের দুই দেশের মধ্যে বার্তাবাহকের ভূমিকা পালন করা উচিত। আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। আপনাদের আগেই বলা উচিত ছিল, আমাদের সঙ্গে খেলবেন না। এখানে আপনারা এলেন, প্র্যাকটিস করলেন, অথচ এখন বলছেন খেলবো না, এটা বোধহয় ঠিক নয়।"তার মানে আফ্রিদির সাফ কথা, পাকিস্তান মাঠের বাইরে যাই করুক, বাইশ গজে তাদের বয়কট করা ঠিক নয়।

দেখুন ঠিক কী বললেন আফ্রিদি

 

View this post on Instagram

 

A post shared by Saima Haroon (@saimaharoon1)

আফ্রিদির দু'রকম অবস্থান

পহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলা দেখে গোটা বিশ্ব আঁতকে উঠেছিল। আর তারপরই জঙ্গি নির্মুল করতে পাকিস্তান অপারেশন সিঁদুর চালিয়ে ছিল ভারত। যে ঘটনাকে আফ্রিদির মনে হয়েছে, ছোট ঘটনা। আর কদিন আগেই ভারতকে যুক্তিহীনভাবে আক্রমণ করে রাজনীতিতে আফ্রিদি নিজেই জড়িয়েছেন। অপারেশন সিঁদুরের পর ভারতকে বারবার আক্রমণ করেছেন আফ্রিদি। ভারত এবার পাকিস্তানের বিরুদ্ধে সব জায়গায় ম্যাচ বয়কট করলে পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে এক ঘরে হয়ে যেতে পারে সেই আশঙ্কা থেকেই আফ্রিদিরা এখন এসব বলছেন বলে মনে করা হচ্ছে। নিজের দেশের সরকারের জঙ্গিদের মদত দেওয়া, ভারতীয়দের ওপর আক্রমণ করা নিয়ে আফ্রিদি কেন কিছু বললেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে।