নিউ ইয়র্ক, ৩০ অগাস্ট: শেষের অপেক্ষাটা বাড়িয়ে ভক্তদের খুশি করলেন সেরেনা উইলিয়ামস। কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্লামে খেলতে নেমে শুরুটা দারুণ করলেন সেরেনা উইলিমায়স (Serena Williams)। ইউএস ওপেন টেনিসের প্রথম রাউন্ডে মন্টিনেগ্রো-র ডানকা কোভিনিচকে স্ট্রেট সেট ৬-৩, ৬-৩ হারালেন সেরেনা। চোট সারিয়ে চলতি মরসুমে কোর্টে ফিরে শুধুমাত্র উইম্বলডনেই খেলেছিলেন ৪০ বছরের সেরেনা। কিন্তু চলতি বছর উইম্বলডনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন সেরেনা।
এমনকী ক দিন আগে সিনসিনাটি মাস্টার্সের প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন। অনেকেই তাই ভেবেছিলেন, কেরিয়ারের শেষদিনটা তাই সেরেনার গতকাল রাতেই হয়ে যেতে পারে। কিন্তু সেসব জল্পনা উড়িয়ে দারুণ টেনিস খেলে নিজের কেরিয়ার আরও দীর্ঘায়ু করলেন ২৩টি সিঙ্গলস গ্র্যান্ডস্লাম খেতাব জয়ী এই মহাতারকা মার্কিন টেনিস তারকা। প্রসঙ্গত সেরেনা সিঙ্গলসে মোট ৬বার ইউএস ওপেন জিতেছেন। নিজের দেশে পেশাদার কেরিয়ারের শেষ টুর্নামেন্টে সেরেনা ক দূর যান সবার নজর সে দিকেই। আরও পড়ুন-হার্দিকের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয়ের পর আবার ভারত-পাকিস্তান ম্যাচ, কবে কোথায় জানুন
দেখুন টুইট
Reign on. pic.twitter.com/Mdv15IBbxP
— US Open Tennis (@usopen) August 30, 2022
দ্বিতীয় রাউন্ডে সেরেনার সামনে এবার খেলবেন আনেট কোনটাভাইটের বিরুদ্ধে। দিদি ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে সেরেনা চলতি বছর ইউএস ওপেনে ডবলসেও শেষবারের জন্য নামছেন।