Senegal Football Team. (Photo Credits: Twitter)

দোহা, ২৯ নভেম্বর: ২০০২-এর সেই রূপকথার উত্থানের কুড়ি বছর পর আবার বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2022) নক আউট পর্বে উঠল সেনেগাল (Senegal)। দুনিয়ার অন্যতম সেরা ফুটবলার সাদিও মানে-কে ছাড়াই গ্রুপ পর্বের বাধা টপকে শেষ ষোলোয় উঠল সেনেগাল। গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডর (Equador) কে ২-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্স হয়ে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল পশ্চিম আফ্রিকার গরীব দেশ।

অন্যদিকে, আয়োজক দেশ কাতারকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠল নেদারল্যান্ডস। এই প্রথম বিশ্বকাপের ইতিহাসে কোনও আয়োজক দেশ শূন্য পয়েন্টে টুর্নামেন্ট শেষ করল। ২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজক কাতার তিনটি ম্যাচের তিনটিতেই হেরে মোট সাত গোল করে বিশ্বকাপ শেষ করল।

দেখুন টুইট

প্রি কোয়ার্টারে নেদারল্যান্ডসের সম্ভাব্য প্রতিপক্ষ ইরান/আমেরিকা। অন্যদিকে, সেনেগালের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড। আরও পড়ুন-আজ রাতে কী হলে বিদায় নিতে পারে ইংল্যান্ড

দেখুন টুইট

টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ০-২ হারের পর টানা দুটো ম্যাচে জিতে নক আউটে উঠল সেনেগাল। এবার নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের নক আউটে খেলবে সেনেগাল। ২০০২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে নক আউটে উঠেছিল সেনেগাল, তারপর প্রি কোয়ার্টার ফাইনালে সুইডেনকে হারিয়ে শেষ আটেও উঠেছিল সেনেগাল। এরপর কোয়ার্টার ফাইনালে দারুণ লড়েঅতিরিক্ত সময়ের গোলে সেনেগাল হেরেছিল ০-১ গোলে। সেই রূপকথা ১৬ বছর পর রাশিয়া বিশ্বকাপে মূলপর্বে খেলার যোগ্যতা পেলেও গ্রুপ পর্বেই বিদায় নেয় সেনেগাল।

আজকের ম্যাচের ফল

নেদারল্যান্ডস (২) কাতার (০)

সেনেগাল (২) ইকুয়েডর (১)

গ্রুপ এ-র চূড়ান্ত পয়েন্ট টেবিল

নেদারল্যান্ডস: ৭ পয়েন্ট

সেনেগাল: ৬ পয়েন্ট

ইকুয়েডর: ৪ পয়েন্ট

কাতার: ০ পয়েন্ট