Satwiksairaj Rankireddy-Chirag Shetty, (Photo Credits: Twitter)

ইন্দোনেশিয়ার পর এবার দক্ষিণ কোরিয়ায়। পেশাদার ব্যাডমিন্টন সার্কিটে পুরুষদের ডবলসে ফের ভারতকে বড় খেতাবি সাফল্য এনে দিলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। রবিবার ফাইনালে বিশ্বের এক নম্বর জুটি ফাজার আলফিয়ান-মহম্মদ আরদিয়ানোদের প্রথম গেমে হারের পরেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে খেতাব জিতলেন সাত্বিক-চিরাগরা। ইন্দোনেশিয়ার তারকা জুটির বিরুদ্ধে ফাইনালে স্যাটচি জুটি জিতল ১৭-২১, ২১-১৩, ২১-১৪।

কোরিয় ওপেনের সেমিফাইনালে বিশ্বের দু নম্বর জুটি চিনের ওয়াং ছাং-লিয়াংদের ২১-১৫,২৪-২২ হারান সাত্ত্বিক-চিরাগ। তার আগে কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন জাপানের জুটি তাকুরো-কাবাইয়াশিকে ২১-১৪, ২১-১৭ হারায় স্যাটচি জুটি।

গত মাসে ইন্দোনেশিয়ান ওপেনে সুপার ১০০০ ডবলসে ঐতিহাসিক খেতাব জয়ের পথে সাত্ত্বিক-চিরাগরা হারিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন জাপানি জুটিকে। আরও পড়ুন-ম্যাচের নির্বাসন নয়, পারিশ্রমিক কেটে আর্থিক জরিমানায় হরমনপ্রীত কৌরের শাস্তি

চলতি বছর পেশাদার ব্যাডমিন্টনের বিশ্ব ট্যুরে স্যাটচি জুটির এটি তৃতীয় খেতাব জয়। পাশাপাশি এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও সোনা জেতেন সাত্ত্বিক সাইরাজ-চিরাগ শেট্টি। সব মিলিয়ে ভারতের ব্যাডমিন্টন মানেই এখন শুধু পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত বা প্রণয়-লক্ষ্যরা নন। ভারতীয় ব্যাডমিন্টনে সাফল্য মানেই শুধু সিঙ্গলসের দিকে তাকিয়ে থাকা নয়। এবার আগামী প্যারিস অলিম্পিক্সে পদক জেতার বিষয়ে স্যাটচি জুটির দিকে বড় আশা থাকবে।

দেখুন ভিডিয়ো

দেখুন ছবিতে

সাত্ত্বিক-চিরাগরা ধারাবাহিকভাবে ভাল খেলে সেই আশার জায়গাটা তৈরি করেছেন। অলিম্পিক ব্য়াডমিন্টনে ভারত তিনটি পদক (দুটি পিভি সিন্ধু, একটি সাইন নেহওয়াল) জিতলেও কখনও ডবলস থেকে পদক জিততে পারেননি। স্যাটচি জুটি সেই স্বপ্নটা দেখাতে শুরু করলেন।