Sardar Fauja Singh: ১০০ বছর বয়সে পূর্ণ ম্য়ারথনে দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। বয়সকে হারিয়ে ইচ্ছাশক্তির জয়গান করায় তাঁকে সবাই ডাকত 'পাগড়ি তুফান' নামে। ২০২১ সালে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস তাঁকে বিশেষ সম্মান দিয়েছিল। সেই সর্দার ফৌজা সিং ১১৪ বছর বয়সে এক পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন। বিশ্বের প্রবীণতম ম্য়ারাথন দৌড়বিদ ফৌজা সিং পাঞ্জাবের জালন্ধর জেলার বিয়াস পিন্ড গ্রামে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রয়াত হযন। এদিনয় বিকেলে তিনি রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এই পথ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দোষী যানবাহনটির সন্ধান করছে।
বেকহ্যাম, মহম্মদ আলির সঙ্গে বিজ্ঞাপনে দেখা গিয়েছে ফৌজা সিং-কে
১৯১১ সালে জন্মগ্রহণকারী ফৌজা সিং ৮১ বছর বয়সে দৌড় শুরু করেন এবং ৮৯ বছর বয়সে ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ২০১১ সালে, ১০০ বছর বয়সে, তিনি টরন্টোতে একদিনে আটটি বিশ্ব বয়স-গ্রুপ রেকর্ড গড়েন এবং টরন্টো ওয়াটারফ্রন্ট ম্যারাথন সম্পন্ন করে প্রথম ১০০ বছর বয়সী ম্যারাথন দৌড়বিদ হিসেবে নাম লেখান। ভারতের গর্ব সর্দার ফৌজা সিং জি ২০০৪ সালে অ্যাডিডাসের 'নাথিং ইজ ইম্পসিবল'-এর বিজ্ঞাপনে তারকা ফুটবলার ডেভিড বেকহাম ও কিংবদন্তি বক্সার মহম্মদ আলির সঙ্গে থাকেন।
পথ দুর্ঘটনায় প্রয়াত সর্দার ফৌজ সিং
Sardar Fauja Singh Ji, the legendary marathoner, has tragically passed away at the age of 114 in a road accident.
A global icon of strength, willpower & Sikh pride he inspired millions by running marathons past 100. pic.twitter.com/j1fbDXvCgb
— Gagandeep Singh (@Gagan4344) July 14, 2025
ফৌজা সিংয়ের নজির
২০০০ সালে ফৌজা সিং তাঁর প্রথম ম্যারাথন, লন্ডন ম্যারাথন, ৬ ঘণ্টা ৫৪ মিনিটে শেষ করেন। যেটি ছিল ৯০ বছরের বেশি বয়সীদের বিশ্ব রেকর্ডের চেয়ে ৫৮ মিনিট কম সময়। এরপর তিনি নিউ ইয়র্ক, টরন্টো, মুম্বাই, হংকং, এবং গ্লাসগোর মতো আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেন। তাঁর সেরা ম্যারাথন সময় ছিল ২০০৩ সালের টরন্টো ওয়াটারফ্রন্ট ম্যারাথনে ৫ ঘণ্টা ৪০ মিনিট (৯০+ বয়সীদের জন্য)।