কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন সানিয়া মির্জা (Sania Mirza)। সোমবার অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open Tennis 2023) মিক্সড ডবলসে রোহন বোপান্নাকে সঙ্গে নিয়ে শেষ আটে উঠে গেলেন ৩৬ বছরের সানিয়া। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সানিয়া-বোপান্না জুটি ৬-৪,৭-৬ হারান উরুগুয়ের এরিয়েল বেহার-জাপানের মাকাতো নিনোমিয়াকে। এবার সেমিফাইনালে ওঠার ম্যাচে সানিয়া-বোপান্না জুটি আগামিকাল, মঙ্গলবার খেলবে জেলেনা ওস্টাপেঙ্কো-ডেভিড হার্নান্ডেজের বিরুদ্ধে। প্রথম রাউন্ডে সানিয়া-বোপান্নারা ৭-৫,৬-৩ হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার জেমি ফোরলিস-লুকে সেভিলে জুটিকে।
সানিয়া -বোপান্নাই চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ভারতের শেষ চ্য়ালেঞ্জ। সানিয়া গতকাল, মহিলাদের ডবলসে হেরে বিদায় নেয়। পুরুষদের ডবলসেও সব ভারতীয় বিদায় নিয়েছেন। আর সিঙ্গলসে এবার কোনও ভারতীয় খেলছেন না। আরও পড়ুন-আইসিসির বিশ্ব বর্ষসেরা টি-২০ দলে বিরাট, সূর্য, হার্দিক
দেখুন টুইট
News Flash: Sania Mirza & Rohan Bopanna advance into QF of Mixed Doubles at Australian Open with 6-4, 7-6 win over Behar & Nenomia in 2nd round. #AusOpen2023 pic.twitter.com/K0tQSXRb05
— India_AllSports (@India_AllSports) January 23, 2023
প্রসঙ্গত, মহিলাদের ডবলসে তিনটি গ্র্যান্ডস্লাম জিতেছেন সানিয়া, আছে একটি রানার্সের ট্রফিও। মিক্সড ডবলসে জিতেছেন ৩টি গ্র্যান্ডস্লাম খেতাব। সানিয়া আগেই জানিয়েছিলেন, আগামী মাসে দুবাই ওপেনে তিনি টেনিস থেকে অবসর নেবেন। ফলে চলতি অস্ট্রেলিয়ান ওপেনটাই তাঁর কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্লাম চলছে।