সিডনি, ২৩ জানুয়ারি: পায়ের পেশিতে টানের কারণে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2020) থেকে ছিটকে গেলেন ভারতের সানিয়া মির্জা (Sania Mirza)। মহিলা ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচ চলাকালীন তিনি আর খেলা চালিয়ে যেতে পারেননি। অস্ট্রেলিয়ান ওপেনে ইউক্রেনের নাদিয়া কিচেনককে (Nadiia Kichenok) সঙ্গী করে চিনের হান জিনিয়ুন ও জু লিনের বিরুদ্ধে নেমেছিলেন সানিয়া। ২-৬, ০-১ সেটে পিছিয়ে থাকার সময় ভারতীয় টেনিস তারকা ম্যাচ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
২ বছরের মাতৃত্বকালীন বিরতির পরে এই মাসের গোড়ার দিকে তিনি টেনিস কোর্টে ফিরে আসেন এবং কিচেনকের সঙ্গে জুটি বেঁধে হোবার্ট ইন্টারন্যাশনালের মহিলা ডাবলসের খেতাব জেতেন। হোবার্ট ইন্টারন্যাশনালের প্রস্তুতি নেওয়ার সময় থেকেই সানিয়া পায়ের পেশিতে টান অনুভব করছিলেন। আরও পড়ুন: Mohammad Azharuddin: মুহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে ২০ লাখ টাকা প্রতারণার অভিযোগ
মজার বিষয় হল, অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই সানিয়া টুর্নামেন্টের মিক্সড ডাবলস ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। মিক্সড ডাবলসে রোহান বোপান্নার সঙ্গে জুটি বেঁধে খেলার কথা ছিল সানিয়ার। তাই কিচেনক এখন বোপান্নাকে সঙ্গী করবেন