গ্র্যান্ডস্লামে কেরিয়ারের শেষ ডবলস ম্যাচ খেলে ফেললেন ভারতীয় টেনিস মহাতারকা সানিয়া মির্জা (Sania Mirza)। রবিবার অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2023) মহিলাদের ডবলসের দ্বিতীয় রাউন্ডে ভারতের সানিয়া- কাজাকাস্তানের আন্না ড্যানিলিনা জুটি কালিনিনা-উইভাঙ্কর কাছে ৪-৬,৬-৪,২-৬ হেরে বিদায় নিল। অষ্টম বাছাই সানিয়ারা দ্বিতীয় সেটে দারুণ খেলে ফিরে এসেছিলেন। কিন্তু শেষ সেটে বোঝাপড়ার অভাবে হারতে হল। ৩৬ বছরে সানিয়া চলতি অস্ট্রেলিয়ান ওপেনে এখন শুধু টিকে থাকলেন মিক্সড ডবলসে। প্রসঙ্গত, মহিলাদের ডবলসে তিনটি গ্র্যান্ডস্লাম জিতেছেন সানিয়া, আছে একটি রানার্সের ট্রফিও। মিক্সড ডবলসে জিতেছেন ৩টি গ্র্যান্ডস্লাম খেতাব।
সোমবার মিক্সড ডবলসের দ্বিতীয় রাউন্ডে সানিয়া-রোহন বোপান্না জুটি নামছে। প্রথম রাউন্ডে সানিয়া-বোপান্নারা ৭-৫,৬-৩ হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার জেমি ফোরলিস-লুকে সেভিলে জুটিকে। আরও পড়ুন-সরাসরি দেখুন ভারত-নিউ জিল্যান্ড হকি বিশ্বকাপের ম্যাচ
দেখুন টুইট
Just in:
Sania Mirza & Anna Danilina go down in 2nd round of Women's Doubles at Australian Open.
➡️ The 8th seeds lost to Kalinina & Uyyvanck 4-6, 6-4, 2-6.
➡️ Sania & Bopanna still left in the fray in Mixed Doubles. #AusOpen pic.twitter.com/tpk30JL6Le
— India_AllSports (@India_AllSports) January 22, 2023
সানিয়া আগেই জানিয়েছিলেন, আগামী মাসে দুবাই ওপেনে তিনি টেনিস থেকে অবসর নেবেন। ফলে চলতি অস্ট্রেলিয়ান ওপেনটাই তাঁর কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্লাম চলছে। ইতিমধ্যেই ডবলসে বিদায় নিয়ে নিয়ে নিলেন হায়দরাবাদী কন্যা।