Sachin Tendulkar (Photo Credits: Instagram/@Sachin_rt)

মুম্বই, ৩১ মে: চলতি বছর আইপিএল শেষে সবাই ব্যস্ত টুর্নামেন্টের সেরা একাদশ বাছতে। দু মাসেরও বেশি সময় ধরে চলা এবারের আইপিএলে (IPL 2022) দারুণ সব ইনিংস, স্পেল দেখা গিয়েছে। অনেক নায়ক তৈরি হয়েছে। অনেকে আবার মোটা টাকায় দলে এসে, একেবারে ফ্লপ হয়েছেন। এর মধ্যে থেকেই ২০২২ আইপিএলের সেরা একাদশ বাছাই চলছে।

এবার চলতি আইপিএলে পারফরম্যান্সের ভিত্তিতে নিজের পছন্দের একাদশ গড়লেন সচিন তেন্ডুলকর। সচিনের বাছা আইপিএল ২০২২ একাদশের নেতৃত্বে চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সচিনের বাছা আইপিএল ২০২২- সেরা একাদশে প্রত্যাশিতভাবেই আছেন জোস বাটলার, কে এল রাহুল, ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন, যুজবেন্দ্র চাহালরা। তবে মুম্বই একেবারে খারাপ করলেও তাঁর পছন্দের পেসার জশপ্রীত বুমরাকে রেখেছেন সচিন। আরও পড়ুন: জোড়া অঘটনে একই দিনে বিদায় মেদভেদেভ, সিসিপাস

লিগের খেলার শেষের দিকে জ্বলে উঠেছিলেন বুমরা। উমরান আকমল, মহসিন খানদের বদলে বুমরাকেই দলে রেখেছেন মাস্টার ব্লাস্টার্স। গুজরাট টাইটান্সের জার্সিতে জ্বলে ওঠা মহম্মদ সামিকেও প্রত্যাশিতভাবেই স্কোয়াডে রেখেছেন সচিন।

তবে সচিনের একাদশে সবচেয়ে বড় চমক পঞ্জাব কিংসের ওপেনার শিখর ধাওয়ান। অন্যরা যখন ধাওয়ানের নামটা মনেও রাখেননি, মাস্টার ব্লাস্টার্স কিন্তু তাঁকে দলে রেখেছেন। কমলা টুপি জয়ী জোস বাটলারের সঙ্গে ওপেনার হিসেবে ধাওয়ানকেই রেখেছেন সচিন। ব্যাটিং অর্ডারে তিন নম্বরে রেখেছেন চলতি আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করা লোকেশ রাহুলকে। ফর্মের বিচারে স্বাভাবিকভাবেই সচিনের একাদশে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি-রা।

সচিনের গড়া ২০২২ আইপিএলের সেরা একাদশ

ওপেনার: জোস বাটলার (রাজস্থান রয়্যালস), শিখর ধাওয়ান (পঞ্জাব কিংস)

তিনে লোকেশ রাহুল (লখনৌ সুপারজায়েন্টস)

মিডল অর্ডার- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক/গুজরাট টাইটান্স), ডেভিড মিলার (গুজরাট), লিয়াম লিভিংস্টোন (পঞ্জাব)

উইকেটকিপার-দীনেশ কার্তিক (বেঙ্গালুরু)

স্পিনার-রশিদ খান (গুজরাট), যুজবেন্দ্র চাহাল (রাজস্থান)

পেসার- মহম্মদ সামি (গুজরাট), জশপ্রীত বুমরা (মুম্বই)