Sachin Tendulkar With Anjali, Sara And Arjun (Photo Credit: ANI/X)

সবে সবে প্রেমিকার সঙ্গে বাগদান সেরেছেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন। মুম্বইয়ের প্রসিদ্ধ ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনির সঙ্গে বাগদান পর্ব সেরেছেন অর্জুন তেন্ডুলকর। সানিয়া চান্দোক এবং অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) বাগদান পর্ব নিয়ে মানুষের আগ্রহ ক্রমশ বাড়তে শুরু করেছে। সানিয়া চান্দোক কোয়ালিটি আইমক্রিম ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা রবি ঘাইয়ের নাতনি। ফলে সানিয়াকেও (Sanniya Chandok) নিয়েও মানুষের আগ্রহের অন্ত নেই।

তবে এসবের মাঝে ফের সচিন তেন্ডুলকর এবং অঞ্জলি  তেন্ডুলকরের দুই সন্তান (Sachin Tendulkar’s Children) অর্জুন এবং সারাকে নিয়ে মানুষের আগ্রহ বাড়তে শুরু করেছে।

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার থেকে অবসর নেন সচিন তেন্ডুলকর। ২৪ বছর দেশের জন্য খেলে ২০১৩ সালে অবসর নেন কিংবদন্তী এই ক্রিকেট তারকা।

আরও পড়ুন: Arjun Tendulkar Engaged With Ravi Ghai's Granddaughter Saaniya Chandok: বিখ্যাত আইসক্রিম কোম্পানির মালিক রবি ঘাইয়ের নাতনির সঙ্গে সচিন-পুত্র অর্জুনের বাগদান, জানেন সানিয়ার দাদু ঠিক কত সম্পত্তির মালিক

১৯৯৫ সালের ২৪ মে সচিন বিয়ে করেন অঞ্জলিকে। এরপর ১৯৯৭ সালের ১২ অক্টোবর জন্ম হয় সারা তেন্ডুলকরের। ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর জন্ম হয় অর্জুনের। ফলে সারা (Sara Tendulkar) এবং অর্জুনের মধ্য়ে সচিন-কন্যা বড় বলে জানা যায়। তবে সচিন এবং অর্জুন তেন্ডুলকরের দুই সন্তানের জন্মই মুম্বইতে হয়। ফলে তাঁরা একে অপরের থেকে মাত্র ২ বছরের বড়, ছোট।

সারা এবং অর্জুনের মধ্যে কে বড়?

১৯৯৭ সালে সারার জন্ম হয়। অর্জুনের জন্ম ১৯৯৯ সালে। ফলে সারা তেন্ডুলকরই বড়। সম্প্রতি সারা এবং অর্জুনকে দুবাইতে যেতে দেখা যায়। দুই ভাই, বোন একসঙ্গে ছুটিও কাটান। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সারা তেন্ডুলকর।

সারা এবং অর্জুন তেন্ডুলকরের কেরিয়ার 

মুম্বইতে ধীরুভাই আম্বানি স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শেষ করেন সারা তেন্ডুলকর। এরপর লন্ডনে মেডিসিন নিয়ে পড়তে যান সারা। লন্ডন থেকে পড়াশোনা শেষের পর সারা একজন নিউট্রিশনিস্ট হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন। সচিন তেন্ডুল ফাউন্ডেশন নামে যে সংস্থা রয়েছে প্রাক্তন ক্রিকেটারের, গত বছর সেখানে ডিরেক্টর পদে যোগ দেন সারা।

অন্যদিকে ক্রিকেটকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন অর্জুন তেন্ডুলকর। ২০২৩ সালে আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলতে দেখা যায় অর্জুন তেন্ডুলকরকে। ২০২৪ সালেও খেলেন অর্জুন। ২০২৫ সালের আইপিএলেও অর্জুন তেন্ডুলকরকে দেখা যায়। সবকিছু মিলিয়ে অর্জুন তেন্ডুলকর ক্রিকেট ছাড়া অন্য কোনও দিকে মন দেননি আপাতত।