মুম্বই, ১৪ অগাস্ট: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) সঙ্গে বাগদান সেরেছেন সানিয়া চান্দোক (Saaniya Chandok)। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসে অর্জুন তেন্ডুলকর এবং সানিয়া চান্দোকের বাগদানের অনুষ্ঠান। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু ব্যাতীত তেন্ডুলকর পরিবারের ওই অনুষ্ঠানে আর কাউকে দেখা যায়নি। মুম্বইয়ের প্রসিদ্ধ ব্যবসায়ী রবি ঘাই-এর নাতনির সঙ্গে বাগদান পর্ব সেরেছেন সচিন-পুত্র।
কে এই রবি ঘাই?
রবি ঘাই হলেন গ্রাভিস গ্রুপের নন-এক্সিটিউটিভ চেয়ারম্যান। ডেজ়ার্ট ব্র্যান্ড ব্রুকলিন ক্রিমারির মালিক হলেন এই ঘাই পরিবার। হসপিটালিটি এবং ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে অতপ্রোতভাবে জড়িত এই ঘাই পরিবার।
কর্নেল ইউনিভার্সিটি স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে পাশ করেন রবি ঘাই। ১৯৬৭ সালে বাবা ইকবাল কৃষ্ণ ঘাইয়ের হাত থেকে গোটা ব্যবসার দায়িত্ব হাতে নেন রবি ঘাই।
কোয়ালিটি আইসক্রিম ব্র্যান্ড লঞ্চ করে ঘাই পরিবার
রবি ঘাইয়ের কোম্পানি এরপর কোয়ালিটি আইসক্রিমের ব্র্যান্ড বাজারে আনে। রবি ঘাই-ই তৈরি করেন নটরাজ হোটেল। সেই সঙ্গে প্রসিদ্ধ আইসক্রিম ব্র্যান্ড বাসকিন রবিন্সের প্রথম ফ্র্যানচাইস সার্কভুক্ত দেশগুলির কাছে নিয়ে আসেন রবি ঘাই।
রিপোর্টে প্রকাশ, গ্রাভিস ফুড সলিউশন প্রাইভেট লিমিটেডের বর্তমান রেভিনিউ ৬২৪ কোটি টাকা। ২০২৩-২০২৪ সালের আর্থিক বছরে গ্রাভিস ফুড সলিউশন প্রাইভেট লিমিটেডের এই রেভিনিউ প্রকাশ্যে এসেছে বলে খবর।
ভারত থেকে ক্রমশ মধ্যপ্রাচ্য-সহ গোটা আন্তর্জাতিক বাজারে কীভাবে নিজেদের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যায়, তার কাজে মগ্ন এই গ্রাভিস ফুড সলিউশন প্রাইভেট লিমিটেড।
ছেলে গৌরবকে নিয়ে রবি ঘাইয়ের অভিযোগ
শোনা যায়, রবি ঘাইয়ের একমাত্র ছেলে গৌরব তাঁর সই জাল করে নানা কাজ করেছেন। রবি ঘাইয়ের স্বাক্ষর জাল করে কোম্পানি হড়পের চেষ্টা করেন গৌরব এবং পরিবারের বেশ কয়েকজন সদস্য। রবি ঘাইয়ের ক্যানসারের চিকিৎসার সময় ওই ঘটনা ঘটে বলে রিপোর্টে প্রকাশ।