ক দিন আগেই চিনের হাংঝৌতে হওয়া এশিয়ান গেমস ক্রিকেটে সোনাজয়ী ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন ঋতুরাজ গায়কোয়েড়। বিশ্বকাপের মাঝে ঋতুরাজ এখন ব্যস্ত সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে। সোমবার মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে বাংলার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মহারাষ্ট্রের ওপেনার ঋতুরাজ গায়কোয়েড় (Ruturaj Gaikwad) মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি করলেন।
হাফ সেঞ্চুরি করার পথে ৭টা বাউন্ডারি, ৩টি ছক্কা হাঁকান তিনি। বাংলার তিন তারকা পেসার মুকেশ কুমার, ইশান পোড়েল, আকাশ দীপদের বলে পিটিয়ে ছাতু করেন ঋতু। ৪০ বলে ৮২ রান করে ঋতুরাজ একাই বাংলাকে হারিয়ে দিলেন। ৯টি বাউন্ডারি, ৫টি ওভার বাউন্ডারি মারেন ঋতু।
দেখুন এক্স
RUTURAJ SHOW IN SMAT....!!!
Fifty from just 22 balls including 7 fours & 3 sixes while chasing 159 runs against Bengal.
- He has been in incredible form this year. pic.twitter.com/Ic1VtjtwBq
— Johns. (@CricCrazyJohns) October 16, 2023
বাংলা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওবারে ৬ উইকেটে ১৫৮ রান করেছিল। অভিমন্যু ঈশ্বরণ (০), অভিষেক পোড়েল (১৪) রান পাননি। বাংলার নয়া অধিনায়ক সুদীপ ঘরামি (৩৪ বলে ৪৪) ও রনজোত কানোরিয়া (৩১ বলে ৪৯ অপজারিত) দারুণ ব্যাটিং করেন।