Cristiano Ronaldo (File Photo)

কাতার বিশ্বকাপ ২০২২-এর বাছাই পর্বে (2022 FIFA World Cup Qualification)  লুক্সেমবার্গের (Luxembourg)-বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করলেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। রোনাল্ডোই এখন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশিবার হ্যাটট্রিককারী ফুটবলার (১০ বার)। রোনাল্ডোর হ্যাটট্রিকের সুবাদে পর্তুগাল ৫-০ গোলে হারাল লুক্সেমবার্গকে। রোনাল্ডোর হ্যাটট্রিকের দুটি গোলই হয় পেনাল্টি থেকে। ম্যাচের ৮ মিনিট ও ১৩ মিনিটে রোনাল্ডোর দুটি গোল হয় পেনাল্টি থেকে। ম্যাচের ১৭ মিনিটে পর্তুগালের তৃতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্ডেজ। ম্যাচের ৬৯ মিনিটে পর্তুগালের চতুর্থ গোলটি করেন জোয়াও পালহিনহা। এরপর খেলা শেষের তিন মিনিট আগে দুরন্ত কায়দায় হ্যাটট্রিক সম্পূর্ণ করে দলের পঞ্চম গোলটি করেন সিআরসেভেন। দেশের হয়ে রোনাল্ডোর এটি ১১৫তম গোল।  এই জয়ের পরেও গ্রুপে রোনাল্ডোরা দুইয়ে থাকলেন।

৭ ম্যাচ খেলে সার্বিয়া ১৭ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে, সেখানে পর্তুগাল ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্টে দাঁড়িয়ে। প্রতি দল ৮টি করে ম্যাচ খেলবে। রোনাল্ডোরা তাদের শেষ দুটি ম্যাচ খেলবেন আয়ারল্যান্ড (১২ নভেম্বর), ও সার্বিয়া (১৫ নভেম্বর)-এর বিরুদ্ধে। গ্রুপ থেকে একটা করে দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে যাবে। আর রানার্স দলকে খেলতে হবে প্লে অফে। বোঝাই যাচ্ছে রোনাল্ডোদের বিশ্বকাপ ওঠার বিষয়টি ঝুলে থাকবে শেষ ম্যাচ পর্যন্ত। আরও পড়ুন: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

দেখুন টুইট

এদিকে, বাছাই পর্বে টানা ৮টা ম্যাচ জিতে কাতার ২০২২ বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করে ফেলল ডেনমার্ক। প্রথম দেশ হিসেবে কাতারের টিকিট পেল ডেনমার্ক। গতকাল রাতে ডেনমার্ক ১-০ গোলে হারায় অস্ট্রিয়াকে। এদিকে, হাঙ্গেরির কাছে ১-১ গোলে আটকে গেল ইংল্যান্ড। ম্যাচ শুরুর আগে হাঙ্গেরি সমর্থকদের গ্রেফতার নিয়ে এই খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।