Danes fall for 'beer yoga'. (Photo Credits: AFP)

Beer Yoga: যোগ ব্য়ায়াম দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে। ভারতের যোগাকে আপন করে নিচ্ছেন ইউরোপবাসীরা। কিন্তু আপন করে নেওয়ার যা যার ভঙ্গিতে যোগাকে অভ্যাস করছে। এই যেমন ডেনমার্ক। ডেনমার্কের মানুষের কাছে বিয়ার অত্যন্ত প্রিয়। বিয়ার সেখানকার অনেকের কাছেই জীবনীশক্তি। আর সেই জীবনশক্তিকে আঁকড়ে যোগাভ্যাস করছেন ড্যানিশরা।

দেখুন ভিডি়য়ো

ডেনমার্কের রাজধানী কোপেনহেগের হার্বাস কানসে প্রবল শীতের মাঝে বহু মানুষের ভিড়। সবাই এসেছেন যোগ ব্যায়াম একসঙ্গে অভ্যাস করতে। তবে এই যোগ ব্যায়ামের নিয়মটা একটু আলাদা। ড্য়ানিশদের এই যোগায় এক হাত থাকে বিয়ারের ক্যান, অন্য হাতে চলছে যোগার সঠিক নিয়ম মেনে চলার প্রক্রিয়া।

'বিয়ার যোগা'ডেনমার্কে চার বছর ধরে চলছে। 'ড্রিঙ্ক অ্যান্ড যোগা' ডেনমার্কে বেশ জনপ্রিয় হয়েছে। সেখানকার ভারতীয় বংশদ্ভূতরা বিষয়টিকে 'ইন্টারেস্টিং'বলছেন।