আজ (মঙ্গলবার ,২ জুলাই) শেষ হবে রাউন্ড ষোলোর পর্ব। শেষ দুই ম্যাচের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও রোমানিয়া (Romania Vs Netherlands)। এবারের ইউরোতে এখন পর্যন্ত নিজেদের মেলে ধরতে পারেনি নেদারল্যান্ডস। এক জয় আর এক ড্রয়ে তৃতীয় সেরা দলের অন্যতম হয়ে শেষ ষোলোয় উঠেছে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ মঙ্গলবার তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টে চমক দেখিয়ে চলা রোমানিয়া। ২০০০ সালের পর এই প্রথম ‘ই’ গ্রুপ থেকে বেলজিয়ামকে টপকে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় নাম লিখিয়েছে তারা।অন্যদিকে নিজেদের মেলে ধরতে ডাচদের নিখুঁত পারফরম্যান্সের বিকল্প নেই। কারণ পুরো টুর্নামেন্টেই তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৩-২ গোলে হারটা গোটা দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
বড় টুর্নামেন্টে মাত্র দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে এই দুই দল। সর্বশেষ ইউরোর গ্রুপ পর্বে ২০০৮ সালে কমলা শিবির তাদের মুখোমুখি হয়েছে। তাতে নেদারল্যান্ডস জিতেছিল ২-০ গোলে। তবে মুখোমুখি লড়াইয়ে ডাচদের পাল্লাই ভারি। সব মিলিয়ে ১৪বারের মুখোমুখি সাক্ষাতে রোমানিয়ার জয় মাত্র একটি। ড্র হয়েছে ৩টি। বিপরীতে ডাচরা জিতেছে ১০টি ম্যাচে।
কবে, কোথায় আয়োজিত হবে নেদারল্যান্ডস বনাম রোমানিয়া , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ?
২ জুলাই জার্মানির মিউনিখে ইউরো ২০২৪, রাউন্ড অফ ১৬ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও রোমানিয়া
কখন থেকে শুরু হবে নেদারল্যান্ডস বনাম রোমানিয়া , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ?
নেদারল্যান্ডস বনাম রোমানিয়া রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ১০টায়।
জেনে নিন টিভিতে কোথায় নেদারল্যান্ডস বনাম রোমানিয়া , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ
সরাসরি টিভিতেনেদারল্যান্ডস বনাম রোমানিয়া, রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network) এবং বাংলাদেশে সোনি সিক্সে (Sony Six) দেখানো হবে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নেদারল্যান্ডস বনাম রোমানিয়া , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ
সোনি-লিভ (Sony-Liv) অ্যাপ ও ওয়েবসাইটে নেদারল্যান্ডস বনাম রোমানিয়া, রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ সরাসরি দেখা যাবে।