Rohit Sharma. (Photo Credits: Twitter)

চেন্নাই, ৬ মে: আইপিএলে শূন্যতার নয়া নজির মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)-র। শনিবার দুপুরে চিপকে সিএসকে-র বিরুদ্ধে কোনও রান না করেই আউট হলেন রোহিত। আইপিএলে এবার নিয়ে মোট ১৬ বার শূন্য রানে আউট হলেন রোহিত।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশী বার শূন্য রানে আউট হওয়া দীনেশ কার্তিকের লজ্জার রেকর্ড ভাঙলেন রোহিত। আরও পড়ুন-নীতীশ রানার স্ত্রী সাচি মারওয়াকে হেনস্থা কাণ্ডে গ্রেফতার যুবক

দেখুন কীভাবে আউট হলেন রোহিত

দেখুন টুইট

ওপেন না করে তিন নম্বরে নেমে চেন্নাইয়ের পেসার দীপক চাহারের তিন নম্বর বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত শূন্য রানে আউট হন মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক। দলের ১৪ রানের মধ্যে দুই ওপেনার ক্য়ামেরন গ্রিন ও ইশান কিষাণের উইকেট হারানোর পর, রোহিতও আউট হয়ে দলের সমস্য়া বাড়ান। রোহিত শর্মাদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।