ICC Cricket World Cup 2019: বৃহস্পতিবার অভিযান শুরু টিম ইন্ডিয়া-র, দেখুন এখন কী করছেন ভারতীয় ক্রিকেটাররা
মাঠে নামার আগে হাল্কা মেজাজে ভারতীয় ক্রিকেটাররা। (Photo Credits: Getty)

লন্ডন, ২৩ মে: বিশ্বকাপ (ICC World Cup 2019) শুরু হয়ে গিয়েছে। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা (South Africa)-কে দারুণভাবে হারিয়ে ইংল্যান্ড (England) বুঝিয়ে দিয়েছে তারা কেন ফেভারিট। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ আজ তাদের প্রথম ম্যাচ খেলবে। টিম ইন্ডিয়া (Team India)-র ক্রিকেটাররা তখন সাউদাম্পটনে তাদের প্রথম ম্যাচ খেলতে পৌঁছে গিয়েছে। ৫ জুন, রোস বাউল ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে ভারতীয় ক্রিকেটাররা এখন হাল্কা মেজাজে সময় কাটাচ্ছেন।

সাউদাম্পটনের রাস্তায় রোহিত শর্মা (Rohit Sharma), কুলদীপ যাদব (Kuldeep Yadav), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), কেদার যাদব (Kedar Yadav) -রা হাঁটতে হাঁটতে গল্প করছেন।

ভারতীয় ক্রিকেটারদের বেশ চনমনে দেখাচ্ছে। প্রত্যেকে গ্রুপ ফোটো তুললেন। ছবিতে দেখে মনে হচ্ছে বিশ্বজয়ের অভিযানে নামার আগে নিজেদের যতটা সম্ভব চাপমুক্ত রাখার চেষ্টা করছে কোহলি ব্রিগেড। ইংল্যান্ডে বিশ্বকাপ কভার করতে যাওয়া এক সাংবাদিক জানালেন, টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা আজ সাউদামপ্টনে শপিং গিয়েছিলেন (নিচে দেখুন সেই ছবি)। আরও পড়ুন- বিশ্বকাপ ২০১৯: প্রথম ম্যাচে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

ইংল্যান্ডে পা দিয়ে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর ঘুরে দাঁড়ান কোহলিরা। দ্বিতীয় তথা শেষ ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশকে কার্যত উড়িয়ে দেন কোহলিরা। সেই ম্যাচে দুরন্ত ব্যাটিং করেন লোকেশ রাহুল ও এমএস ধোনি। রাহুল, ধোনি দুজনেই সেঞ্চুরি করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারে খুব সম্ভবত রাহুলই নামতে চলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দক্ষিণ আফ্রিকা খারাপভাবে হারলেও তাদের পেসাররা বেশ ভাল বোলিং করেন। টিম ইন্ডিয়া তাই রাবাদা, লুঙ্গিদের নিয়ে সতর্ক। ডেল স্টেইন চোট সারিয়ে ফিরতেও পারেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে টিম ইন্ডিয়ার অস্ত্র হতে চলেছেন ভারতের দুই স্পিনার-চাহাল ও কুলদীপ। তবে বুমরা, শামি, ভুবনেশ্বর কুমারদের নিয়েও অনেক আশা রয়েছে।