প্রথম ম্য়াচ থেকেই ফর্ম তুঙ্গে রাখতে চাইছেন বিরাট কোহলি। (File Photo)

মুম্বই, ২ মে: বিশ্বকাপ (ICC World Cup 2019)-এ টিম ইন্ডিয়া (Team India)-র প্রথম ম্যাচ ৫ জুন, সাউদাম্পটন (Southampton)-এ দক্ষিণ আফ্রিকা (South africa)-র বিরুদ্ধে। এবারের বিশ্বকাপে ১০টা দল রাউন্ড রবীন লিগে খেলবে। প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। তারপর পয়েন্টের ভিত্তিতে প্রথম চারটে দল সেমিফাইনালে উঠবে। রাউন্ড রবীন লিগে ৯টা-র মধ্যে অন্তত ৫টা জিততে পারলে সেমিফাইনালে ওঠা যাবে। টিম ইন্ডিয়ার লক্ষ্য থাকবে শুরুর পাঁচটা ম্যাচে দারুণ খেলে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়া। এটা সবার জানা টুর্নামেন্টের শুরুটা বিশেষ করে প্রথম ম্যাচটা জয়ে পেলে কাজটা সহজ হয়। বিরাট কোহলির দলের প্রথম ম্য়াচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শুরুতেই কঠিন প্রতিপক্ষ বিরাটদের।

এখন সবার কাছে একটাই প্রশ্ন প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হবে। আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পর লোকেশ রাহুল (Lokesh Rahul) কে বাদ দিয়ে প্রথম একাদশ কঠিন হবে। তবে ওপেনার হিসেবে রোহিত শর্মা (Rohit Sharma), শিখর ধাওয়ান (Shikhar Dhawan) খেলবেন সেটা নিশ্চিত। তিন স্পেশালিস্ট পেসার, দুই স্পেশালিস্ট স্পিনার ও এক পেসার অলরাউন্ডারকে নিয়ে সাজানো হতে পারে দল। বিজয় শঙ্কর (Vijay Shankar) , দীনেশ কার্তিক (Dinesh Kartik)-কে প্রথম ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে। কেদার যাদব (Kedar Yadav) নাকি লোকেশ রাহুল মিডল অর্ডারে কে খেলবেন সেটা অনিশ্চিত। কেদারের পক্ষে যাবে তার বোলিং।

আবার রাহুলের পক্ষে যাবে তার বর্তমান ফর্ম। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) , কুলদীপ যাদব (Kuldeep Yadav), যুগবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) -এর মধ্যে কোন দুজনকে প্রথম একাদশে রাখা হয় সেটা দেখার। জাদেজা ব্যাটিং অপশনের জন্য এগিয়ে থাকছেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)-র ফর্ম কোহলিকে দারুণ স্বস্তি দেবে। কারণ হার্দিক থাকা মানে ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্য থাকা। চার নম্বরে ধোনিকে ব্যাট করতে দেখা যাবে না সেটা নিয়েও ধোঁয়াশা থাকছে। তবে অনেক কিছু নির্ভর করবে পিচ ও আবহাওয়ার ওপর।

এক নজরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ--

রোহিত শর্মা

শিখর ধাওয়ান

বিরাট কোহলি (অধিনায়ক)

এমএস ধোনি (উইকেটকিপার)

কেদার যাদব/লোকেশ রাহুল

হার্দিক পান্ডিয়া

রবীন্দ্র জাদেজা/যুজবেন্দ্র চাহাল

কুলদীপ যাদব

মহম্মদ শামি

ভুবনেশ্বর কুমার

জশপ্রীত বুমরা

রিজার্ভ বেঞ্চে- দীনেশ কার্তিক,কেদার যাদব/লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা/যুজবেন্দ্র চাহাল, বিজয় শঙ্কর