ক্যাঙারুর দেশে ইতিহাস গড়লেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না (Rohan Bopanna)। ৪৩ বছর ১০ মাস বয়েসে পেশাদার টেনিসের সর্বোচ্চ মঞ্চ গ্র্যান্ডস্লামে খেতাব জিতলেন বোপান্না। শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের ডবলসের ফাইনালে ম্য়াথু এবডেন (Matthew Ebden)-এর সঙ্গে জুটি বেধে ইতালির জুটি সিনোমে বোলেল্লি-আন্দ্রে ভাভাসোরিকে স্ট্রেট সেটে হারিয়ে খেতাব জিতলেন বোপান্না। ফাইনালে খেলার ফল ৭-৬, ৭-৫। এত বেশী বয়সে এর আগে দুনিয়ার কেউ গ্র্যান্ডস্লাম জিততে পারেননি। কেরিয়ারে এই প্রথম ডবলসে গ্র্যান্ডস্লাম জিতলেন বোপান্না। ৪০ বছর বয়েসে গ্র্যান্ডস্লাম জিতেছিলেন লিয়েন্ডার পেজ। বোপন্না জিতলেন ৪৩ বছর বয়েসে। আগামী ৪ মার্চ ৪৪ বছরে পড়বেন চেন্নাইয়ের ছেলে বোপান্না।
অস্ট্রেলিয়ার এবডেনের সঙ্গে জুটিতে এই প্রথম গ্র্যান্ডস্লাম খেতাব জিতলেন বোপান্না। এর আগে গত বছর ইউএস ওপেনের ডবলসের ফাইনালে হেরেছিলেন বোপন্না-এবডেন। হাল না ছেড়ে ৪৩ বছরে গ্র্যান্ডস্লাম জিতে দেখালেন বোপান্না। আরও পড়ুন-অজি ওপেনে 'বেলা চাও', পুরো টুর্নামেন্টে কোনও সেট না খুইয়ে চ্যাম্পিয়ন সাবালেঙ্কা
দেখুন ছবিতে
MISSION ACCOMPLISHED 🏆@mattebden and @rohanbopanna win their first Grand Slam title as a team!#AusOpenpic.twitter.com/nsioO6qF3S
— #AusOpen (@AustralianOpen) January 27, 2024
দেখুন ভি়ডিয়ো
Look what it means to @rohanbopanna and @mattebden 😍
At 43, Bopanna has his FIRST Men's Doubles Grand Slam title - and becomes the oldest to do so in the Open Era 👏👏#AusOpenpic.twitter.com/qs0JlrkMO7
— #AusOpen (@AustralianOpen) January 27, 2024
টেনিসের মত খেলায় ৪৩ বছরকে দাদুর বয়স হিসেবে ধরা হয়, সেই বয়েসে এসে অস্ট্রেলিয়ান ওপেনের ডবলসে চ্যাম্পিয়ন হলেন ফাইটার বোপান্না। এর আগে ২০১৭ সালে ফরাসি ওপেনের মিক্সড ডবলসে খেতাব জিতেছিলেন বোপান্না। গত বছর দেশের হয়ে অবসর নেন বোপান্না। ২০১০ ও ২০২৩ ইউএস ওপেনের ডবলসের ফাইনালে হারেন বোপান্না।