Rishabh Pant Twin Century: লিডস টেস্টে বড় নজির গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর, দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকালেন পন্থ। ভারতের সপ্তম ব্যাটার হিসেবে একই টেস্টের দুটি সেঞ্চুরি করলেন পন্থ। অ্যান্ডি ফ্লাওয়ারের পর বিশ্বের দ্বিতীয় উইকেটকিপার ব্য়াটার হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন পন্থ। পন্থের আগে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর নজির আছে যেসব ভারতীয়দের তাঁরা হলেন- বিজয় হাজারে (১৯৪৮, অ্যাডিলেডে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে), সুনীল গাভাসকর (তিনবার), রাহুল দ্রাবিড় (২ বার/নিউ জিল্যান্ডে ও কলকাতায় পাকিস্তানের বিরুদ্ধে) , বিরাট কোহলি (২০১৪ সালে, অ্যাডিলেডে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে), আজিঙ্কা রাহানে (২০১৫ সালে, দিল্লিতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে),রোহিত শর্মা (২০১৯ সালে বিশাখাপত্তনামে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে)। লিডসে এদিন বেন স্টোকসদের বিরুদ্ধে একেবারে আক্রমণাত্মক ক্রিকেট খেলে ১৩০ বলে এদিন সেঞ্চুরি পূর্ণ করেন পন্থ। তবে নার্ভাস নাইনটি-তে সতর্ক থেকে ৯০ থেকে একশোয় পৌঁছতে নিলেন ২৬টা বল। প্রসঙ্গত, এদিন অষ্টম সেঞ্চুরি হাঁকানো পন্থ ৯০-র ঘরে সাতবার আউট হয়েছেন। প্রথম ইনিংসে পন্থ ১৭৮ বলে ১৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ধোনির রেকর্ড ভেঙে ভারতীয় উইকেটকিপার-ব্য়াটারদের মধ্যে টেস্ট সর্বাধিক তিন সংখ্যার ইনিংস খেলার নজির গড়েছিলেন পন্থ। দুদিন পরেই তাঁর ফের বড় রেকর্ড।
ফ্লাওয়ারের পর পন্থের কীর্তি
২০০১ সালে বিশ্বের প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্টের দুটি ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। হারারে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্য়ান্ডি ফ্লাওয়ার দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৪৪ ও ১৯৯ রান। এবার বিশ্বের দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে এই নজির গড়লেন পন্থ।
লিডসে নজির গড়া সেই মূহূর্ত
𝐓𝐡𝐞 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐰𝐢𝐜𝐤𝐞𝐭-𝐤𝐞𝐞𝐩𝐞𝐫 𝐭𝐨 𝐬𝐦𝐚𝐬𝐡 𝐭𝐰𝐢𝐧 𝐜𝐞𝐧𝐭𝐮𝐫𝐢𝐞𝐬 𝐢𝐧 𝐚 𝐓𝐞𝐬𝐭 𝐦𝐚𝐭𝐜𝐡! 🙌🏻
Take a bow, @RishabhPant17, brilliant would be an understatement! 🫡🔥#ENGvIND 1st Test Day 4 LIVE NOW Streaming on JioHotstar 👉… pic.twitter.com/4A1Poe5jbC
— Star Sports (@StarSportsIndia) June 23, 2025
পন্থের অষ্টম টেস্ট সেঞ্চুরি
ইংল্যান্ডের মাটিতে পন্থের এটি চতুর্থ সেঞ্চুরি। পন্থের আটটি টেস্ট সেঞ্চুরির ৬টিই এল বিদেশের মাটিতে। পন্থের কিছু আগেই কেএল রাহুল সেঞ্চুরি করেছিলেন। ২০০১ সালে বিশ্বের প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্টের দুটি ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। হারারে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্য়ান্ডি ফ্লাওয়ার দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৪৪ ও ১৯৯ রান।
নজিরের সেঞ্চুরি দুই ভারতীয় ওপেনারের
সেই সঙ্গে ৮৯ বছর পর ইংল্যান্ডে কোনও টেস্ট ম্যাচে দুই ভারতীয় ওপেনার সেঞ্চুরি করলেন (যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে, কেএল রাহুল দ্বিতীয় ইনিংসে)। ১৯৩৬ সালে ম্য়ানচেস্টার টেস্টে সেঞ্চুরি করেছিলেন দুই ভারতীয় ওপেনার বিজয় মার্চেন্ট ও মুস্তাক আলি।
পন্থের আটটি টেস্ট সেঞ্চুরি-এক নজরে
১) ইংল্যান্ডের বিরুদ্ধে (২০১৮ সালে,লিডসে), ১১৪ রান