IND vs SA 2nd Test: নতুন মাঠ। নতুন অধিনায়ক। গুয়াহাটিতে শুরু হল ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। দেশের ৩০তম টেস্ট কেন্দ্র হিসাবে অভিষেক হল বারসাপাড়ায় অসম ক্রিকেট সংস্থার আন্তর্জাতিক স্টেডিয়ামের। পাশাপাশি দেশের ৩৮তম টেস্ট অধিনায়ক হিসাবে এদিন নামলেন ঋষভ পন্থ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। গুয়াহাটি টেস্টে ভারতীয় দলে দুটি পরিবর্ত হয়েছে- চোট পেয়ে ছিটকে যাওয়া শুভমন গিলের পরিবর্তে খেলছেন সাই সুদর্শন, আর অক্ষর প্যাটেলের পরিবর্তে প্রথম একাদশে এলেন নীতীশ কুমার রেড্ডি।
বাদ অক্ষর প্যাটেল, খেলছেন নীতীশ রেড্ডি। গিলের পরিবর্তে সাই
অন্যদিকে, কাগিসো রাবাদার চোট পেয়ে ছিটকে যাওয়ার পর গুয়াহাটিতে তিন স্পেশালিস্ট স্পিনারে খেলছে। ইডেন গার্ডেন্সের হিরো সিমোন হার্মের, কেশব মহারাজের সঙ্গে রয়েছেন সেনুরান মুথস্বামী। ইডেনের চেয়ে কম ঘূর্ণির গুয়াহাটির পিচে টিম ইন্ডিয়া খেলছে তিন স্পিনারে- কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। পাশাপাশি দুই স্পেশালিস্ট পেসার বুমরা, মহম্মদ সিরাজের সঙ্গে থাকছেন নীতীশ রেড্ডি।
টেস্টে গুয়াহাটির সঙ্গে অধিনায়ক পন্থের অভিষেক
The first ever Test in Guwahati, the first Test as captain for Rishabh Pant!
Will India bounce back and square the series? https://t.co/LQtmdEJE3q #INDvSA pic.twitter.com/9GOZeibm17
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 22, 2025
সিরিজে ১-০ এগিয়ে দক্ষিণ আফ্রিকা
সিরিজের প্রথম টেস্ট ইডেন গার্ডেন্সে ভারতকে ৩০ রানে হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় নেলসন ম্যান্ডেলার দেশ। গুয়াহাটিতে টেস্ট ড্র করতে পারলেও প্রোটিয়ারা ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতবে। অন্যদিকে, পন্থদের সামনে গুয়াহাটি টেস্ট ডু অর ডাই। গৌতম গম্ভীরের দলের ছেলেদের লক্ষ্য শুধু এই সিরিজ ড্র করাই নয়, সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকেও।