
Rinku Singh and Priya Saroj Engagement: বিবাহিত জীবনের ইনিংস শুরুর আরও কাছে পৌঁছে গেলেন নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং (Rinku Singh)। রবিবার লখনৌয়ের এক পাঁচতারা হোটেলে এনগেজমেন্ট সারলেন রিঙ্কু ও সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ (Priya Saroj)। ক্রিকেটার রিঙ্কু আর সাংসদ প্রিয়ার আংটি বদলের (রিঙ সেরিমোনি) অনুষ্ঠানে হাজির নভেম্বরে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার, রাজনীতিবিদ। এবার তাঁদের বিয়ের আসর বসবে আগামী ১৮ নভেম্বর। রিঙ্কু ও প্রিয়া-র সাতপাকে বাঁধা পড়ার অনুষ্ঠানটি হবে বারাণসীর বিখ্যাত হোটেল তাজে।
হাজির অখিলেশ যাদব, জয়া বচ্চন, রাজীব শুক্লা
রিঙ্কু-প্রিয়ার আংটি বদলের অনুষ্ঠানে দেখা গেল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, এসপি সাংসদ জয়া বচ্চন, ক্রিকেটকর্তা রাজীব শুক্লা, অখিলেশ যাদবের সাংসদ পত্নী ডিম্পল যাদব সহ বেশ কয়েকজন ভিআইপি-দের।
দেখুন ভিডিয়ো
You can see live pictures of engagement of MP Priya Saroj and #cricketer Rinku Singh here Many congratulations to Rinku Singh and Priya Saroj on starting a new life. #RinkuSingh #PriyaSaroj #rinkusingh #Lucknow https://t.co/48lwOk7T3J pic.twitter.com/KV8l72xbFI
— Indian Observer (@ag_Journalist) June 8, 2025
দেখুন রিঙ্কু-প্রিয়ার আংটি বদলের অনুষ্ঠানের ভিডিও
একেবারে গরীব পরিবার থেকে আইপিএলের বড় তারকা হওয়া, টিম ইন্ডিয়ার হয়ে খেলা- রিঙ্কু অবিশ্বাস্য উত্থানের পিছনে নাইট রাইডার্সের বড় ভূমিকা রয়েছে। রিঙ্কুকে সব পরিস্থিতে ভরসা রেখেছিল নাইটরা, সেই বিশ্বাসের মর্যাদাও রেখেছেন তিনি। ২০২৩ আইপিএলে গুজরাট টাইটান্স-এর বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে পেসার যশ দয়ালের বলে পরপর পাঁচটা ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন নাইট মালিক শাহরুখ খানের প্রিয় ক্রিকেটার। যদিও এবারের আইপিএলে ১৩ কোটি টাকার বার্ষিক চুক্তি খেলা রিঙ্কু হতাশ করেছেন। এবার মোট ১১টা ম্যাচ খেলে রিঙ্কুর করেন ২০৬ রান, ব্যটিং গড় ২৯, স্ট্রাইক রেট ১৫৩.৭৩, সর্বোচ্চ ৩৮ অপরাজিত। বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্য়াচে ব্যর্থ হন রিঙ্কু। প্রসঙ্গত, ২০১৮ আইপিএলে প্রথমবার খেলার সুযোগ পান রিঙ্কু।
দেখুন রিঙ্কু-প্রিয়ার এনগেজমেন্টের ভিডিও
Rinku Singh💍 Priya Saroj pic.twitter.com/dsgtmFyqWa
— Parinda🕊 (@Parthian_1) June 8, 2025
দেখুন ভিডিও
India and Kolkata Knight Riders (KKR) cricketer Rinku Singh get engaged with Member of Parliament Priya Saroj on Sunday, pic.twitter.com/ZRzYK9HnUU
— RITESH YADAV (@ritesh8989) June 8, 2025
রিঙ্কুর হবু স্ত্রী কী করেন
রিঙ্কুর হবু স্ত্রী প্রিয়া সরোজ গত বছর লোকসভা নির্বাচনে মাচলিশাহর কেন্দ্র থেকে জিতে মাত্র ২৬ বছর বয়সে সাংসদ হন। প্রিয়া এখন দেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ সাংসদ। বারাণসীতে জন্মানো প্রিয়া দিল্লি ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করার আইন নিয়ে পড়াশোনা করে এলএলবি ডিগ্রি পান। প্রিয়ার মা তথা রিঙ্কুর হতে চলা শাশুড়ি তুফানি সরোজ বর্তমানে ইউপি-র বিধায়ক, তিনবারের প্রাক্তন সাংসদ। গত বছর ইউপি-র আলিগড়ে অভিজাত ওজোন সিটির দ্য গোল্ডেন ইস্টেটে ৫০০ স্কোয়ার ফুটের একটি বাঙ্গলো কেনেন রিঙ্কু। সাড়ে ৩ কোটি টাকা খরচ করে রিঙ্কু সেই বাঙলোটি কিনে নাম রাখেন তাঁর মা ভিনার নামে। নাইট তারকার বিলাসবহুল 'ভিনা প্য়ালেস'-এ ৬টি বেডরুম, একটি ব্যক্তিগত স্যুইমিং পুল, একটি রুফটপ বার আছে।
রিঙ্কুর এবার লক্ষ্য ওয়ানডে দলে নিয়মিত খেলা
দেশের হয়ে ৩৩টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলে টিম ইন্ডিয়ার সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে নিজের স্থান পাকা করে ফেলেছেন রিঙ্কু। কিন্তু তাঁর এবার লক্ষ্যে দেশের ওয়ানডে দলে নিজেকে প্রতিষ্ঠা করা। রোহিত শর্মা, বিরাট কোহলিরা আন্তর্জাতিক টি-২০, টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে-তে খেলা চালিয়ে যাবেন, এমন সময় রিঙ্কুর পক্ষে দেশের ওয়ানডে-তে খেলা মোটেও সহজ নয়। প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার জার্সিতে রিঙ্কু সিং এখনও পর্যন্ত ২টি ওয়ানডে ও ৩৩টি টি-২০ ম্যাচ খেলেছেন।