এবারের আইপিএলে সবার মুখে একটাই নাম। কাপ না জিতেও যিনি চ্যাম্পিয়নের তকমা পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh) আইপিএল ২০২৩-এ দুরন্ত পারফরম্যান্স করে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পরপর পাঁচ বলে পাঁচটা ওভার বাউন্ডারি হাঁকিয়ে নাইটদের অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন উত্তরপ্রদেশের রিঙ্কু।
আইপিএল শেষে আলিগড়ে গ্রামের বাড়িতে কয়েক দিন আগে ফিরেছিলেন রিঙ্কু। আর এবার ছুটি কাটাতে তিনি গেলেন মলদ্বীপ। মলদ্বীপে রিঙ্কুর ছুটি কাটানোর ছবি এখন ভাইরাল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরেই টিম ইন্ডিয়ার আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলার কথা। আফগানদের বিরুদ্ধে সেই সিরিজে বিশ্রাম দেওয়া হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত তারকাদের। সিনিয়দের অনুপস্থিতিতে রিঙ্কুকে সুযোগ দেওয়া হতে পারে। ফিনিশার রিঙ্কুকে একবার দেখে নিতে চান নির্বাচকরা।
দেখুন মলদ্বীপে ছুটি কাটানো রিঙ্কুর ছবি
Rinku Singh's latest picture, he is enjoying his trip at Maldives. pic.twitter.com/DLQJLnSWJA
— CricketMAN2 (@ImTanujSingh) June 4, 2023
প্রসঙ্গত, ৫৫ লক্ষ টাকায় আইপিএলের নিলামে রিঙ্কুকে কেনে নাইটরা। এবারের আইপিএলে রিঙ্কু ১৪টি ম্যাচ খেলে ৪টি হাফ সেঞ্চুরি সহ করেন ৪৭৪ রান, ব্যাটিং গড় ৫৯.২৫, স্ট্রাইক রেট ১৫০।