খেলার দুনিয়ায় তোলপাড় ফেলে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাতারকা জিমন্যাস্ট সিমোনে বাইলস (Simone Biles)। গতকাল, শুক্রবার রাতে বেলজিয়ামের অ্যান্টরিপে বিশ্ব জিমন্যাস্টে চ্যাম্পিয়নশিপে ফের সোনা জেতেন বাইলস। এর সুবাদে সফলতার বিচারে দুনিয়ার সর্বকালের সফল জিমন্যাস্ট হওয়ার নজির গড়লেন বাইলস। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক্স-এই দুই দুনিয়ার সেরা মঞ্চে ৩৪টি পদক জিতলেন ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ২৬ বছরের মার্কিন কৃষ্ণাঙ্গ তারকা। চলতি বিশ্ব জিমন্যাস্টে অলরাউন্ড ও দলগত-দুটি বিভাগেই সোনা জিতলেন তিনি।

বাইলসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২১টি, ৩টি রুপো ও ৩ ব্রোঞ্জ পদক জেতা হয়ে গেল। সেখানে তাঁর অলিম্পিক্সে ৪টি সোনা, ১টি রুপো, ২টি ব্রোঞ্জ আছে। রিও অলিম্পিক্সে চারটি সোনা জিতে নজির গড়েছিলেন বাইলস। মানসিক সমস্যার কারণে ২০২০ টোকিও অলিম্পিক্সে নিজের সেরাটা না দিতে পারলেও একটি রুপো সহ দুটি ব্রোঞ্জ জিতেছিলেন বাইলস।

দেখুন ভিডিয়ো

বাইলসকে এখন জলের রাজা মহাতারকা মাইকেল ফেল্পস (২৩টি সোনা), টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস (২৩টি সিঙ্গলস গ্র্যান্ডস্লাম), ট্র্যাকের রাজা উসেইন বোল্টের (৮টি অলিম্পিক সোনা) সম আসনে বসলেন। এবার থেকে জিমন্যাস্টের কথা এলেই সিংহাসনে থাকা বাইলসের নাম উচ্চারিত হবে।