Real Madrid Beats Barcelona: অবশেষে এল ক্লাসিকো (El Clasico) জিতল রিয়াল মাদ্রিদ। রবিবার চলতি মরসুমে লা লিগা (La Liga 2025-26)র ঘরের প্রথম সাক্ষাতে বার্সেলোনাকে ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। দীর্ঘ ৫২৪ দিন পর এল ক্লাসিকোয় বাজিমত করল রিয়াল। ম্যাচ শেষে তর্ক, হাতাহাতিতে জড়ালেন দুই দলের ফুটবলাররা। খেলার একেবারে শেষের দিকে লাল কার্ড দেখেন বার্সেলোনার তারকা পেদ্রি। এরপরই ম্যাচে উত্তেজনা ছড়ায়। রিয়াল মাদ্রিদের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপে ও জুডে বেলিংহ্য়াম।
এল ক্লাসিকোয় বাজিমাত জাভি আলানসোর রিয়াল মাদ্রিদের
Real Madrid win El Clásico and go +5 points on top of La Liga! 🤍
Who’s been your Man of the Match? pic.twitter.com/4hCHkxQwxd
— Fabrizio Romano (@FabrizioRomano) October 26, 2025
রবিবার স্যান্টিয়াগো বার্নাবিউ স্টেডিয়ামে ম্য়াচের ২২ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় রিয়াল। ৩৮ মিনিটে গোলশোধ করেন ফারমিন লোপেজ। কিন্তু পাঁচ মিনিট পর জুডে বেলিংহ্যামের গোলে বাজিমত করল জাভি আলন্সোর দলের ছেলেরা। এই জয়ের সুবাদে লা লিগায় পয়েন্ট তালিকায় দু নম্বরে থাকা বার্সোলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। লা লিগায় ১০ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৭, বার্সার পয়েন্ট ২২।
খেলার শেষে দুই দলের ফুটবলারদের মধ্যে তীব্র উত্তেজনা
🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🎥
The Fight between Real Madrid players and Yamal #ElCLÁSICO
— MO3GZA (@ah4q2) October 26, 2025
শেষবার বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদ হারিয়েছিল গত বছর ২১ এপ্রিল নিজেদের ঘরের মাঠে ৩-২ গোলে। এরপর বার্সার কাছে টানা দুটো ম্যাচে হেরেছিল রিয়াল।