Ravindra Jadeja. (Photo Credits: X)

Lords Test MOM: লর্ডসে টিম ইন্ডিয়া হারলেও শেষ পর্যন্ত অপরাজিত রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বোল্ড হওয়ার পর ১৭০ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া (Team India)-র দ্বিতীয় ইনিংস। ফলে সিরিজের তৃতীয় টেস্টে ২২ রানে হারেন শুভমন গিলরা। ১৮১টা বল খেলে ৬১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন জাদেজা। ৮২ রানে ৭ উইকেট পড়ে দলকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন জাড্ডু। লর্ডসে দুই ইনিংসে দুটি হাফ সেঞ্চুরি সহ জাদেজা করলেন মোট ১৩৫ রান। প্রথম ইনিংসে ওল পোপকেও আউট করেছিলেন জাদেজা। তবে জাদেজাকে লর্ডসে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হল না। প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরি আর দ্বিতীয়টিতে লড়াকু ৩৯ রানের ইনিংস খেলে কেএ রাহুলও হলেন না 'ম্য়ান অফ দি ম্যাচ'-এর পুরস্কার। প্রথম ইনিংসে দুরন্ত ১০৪ ও দ্বিতীয়টিতে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জো রুটকেও দেওয়া হল না ম্যাচ সেরার পুরস্কার। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে ম্যাচ সেরার পুরস্কার পেলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

গোটা লর্ডস উঠে দাঁড়িয়ে সম্মান জানাল জাদেজাকে

স্টোকসের বাজিমাত

প্রশংসনীয় নেতৃত্বের পাশাপাশি ব্য়াটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স মেলে ধরে দলকে সিরিজে ২-১ এগিয়ে দিলেন স্টোকস। লর্ডসে ব্য়াট হাতে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৪৪ রানের ইনিংস খেলেছিলেন স্টোকস। এরপর বল হাতে ভারতের প্রথম ইনিংসের দুটি উইকেট নেন স্টোকস। ইংল্যান্ড অধিনায়কের বলে আউট হন করুণ নায়ার ও নীতীশ রেড্ডি। ঋষভ পন্থকে দুরন্ত কায়দায় রান আউটও করেছিলেন স্টোকস। আরও পড়ুন-  জাদেজার অবিশ্বাস্য লড়াইয়ের পর লর্ডসের নাটকীয় টেস্টে ২২ রানে হার ভারতের

স্টোকসের ১৪ জুলাই কানেকশান 

সিরিজ ২-১ এগিয়ে গেল ইংল্যান্ড

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে করেন ৩৩ রান। একেবারে শেষ ইনিংসে বল  হাতে ভেল্কি দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেলেন স্টোকস। দ্বিতীয় ইনিংসে নাইট ওয়াচ ম্যান আকাশদীপকে ফেরানোর পর এদিন রাহুলকে আউট করে শেষদিনে দলের জয়ের ভিত গড়েন ইংল্যান্ড অধিনায়ক। একেবারে শেষের দিকে বুমরা-কে আউট করে দলকে একেবারে জয়ের দোরগড়ায় নিয়ে গিয়েছিলেন স্টোকস।