England beats India at Lords. (Photo Credits: X)

ENG Beats India at Lords: অবিশ্বাস্য ইনিংস খেলেও লর্ডসে শেষ পর্যন্ত ট্র্যাজিক নায়ক বনে গেলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। অবিশ্বাস্য লড়াইয়ের পর জাদেজা শেষ পর্যন্ত মহাভারতের কর্ণ বনে গেলেন। শোয়েব বাশিরের (Shoaib Bashir) বলে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বোল্ড হতেই শেষ অপরাজিত জাদেজার লড়াই। ১৮১টা বল খেলে ৬১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন জাদেজা। লর্ডসে ২২ রানে হেরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-২ পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া। আগামী ২৩ জুলাই থেকে ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। জাদেজার অবিশ্বাস্য লড়াইয়ের পর ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৭০ রানে। শেষ দুটি উইকেটে বুমরা, সিরাজকে নিয়ে জাদেজা দলের রানের সঙ্গে যোগ করলেন ৫৮ রান। একেবারে জয়ের দোরগড়ায় থেকে জাদেজা ফিরলেন সিরাজ আউট হয়ে ৭৫তম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে যাওয়ার পর। রাহুল, পন্থ-রা এদিন দিনের শুরুতে কিছুটা লড়াই করলে আজ হয়তো জাদেজাকে হেরে লর্ডসের মাঠ ছাড়তে হত না।

৮২ রানে ৭ উইকেট থেকে জাদেজার অবিশ্বাস্য ইনিংসে জয়ের দোরগড়ায় যায় ভারত

নীতীশ, বুমরা আর সিরাজকে নিয়ে শেষ তিন উইকেটে দলের রানের সঙ্গে ৮৮ রান যোগ করে অবিশ্বাস্য কিছু করতে চলেছিলেন জাড্ডু। কিন্তু ভাগ্য শেষ পর্যন্ত সহায়তা করল না। তবে জাদেজার লড়াই লর্ডসের শেষ দিনে টিম ইন্ডিয়ার ব্যাটিং জুড়ে শুধু হতাশা। জোফ্রা আর্চারের বলে ঋষভ পন্থের (9) বোল্ড দিয়ে খেলা শুরু হয় টিম ইন্ডিয়ার। এরপর দ্রুত ফিরে যান কেএল রাহুল (39) এবং ওয়াশিংটন সুন্দর (0)। জাদেজার সঙ্গে ৩০ রানের পার্টনারশিপ করে ৯ নম্বরে নামা নীতীশ রেড্ডিও আউট হয়ে যান।

সিরাজ বোল্ড, ভারতের হার নিশ্চিত হল, দেখুন ভিডিও

এক নজরে লর্ডস টেস্টের স্কোরবোর্ড

লর্ডসে দুই ইনিংস মিলিয়ে জাদেজা করলেন মোট ১৩৫ রান, টানা চারটি ইনিংসে হাফ সেঞ্চুরি

৮ উইকেটে ১১২ রানে থেকে একেবারে নিশ্চিত হারের মখে দাঁড়িয়ে থাকে ভারত। সেখান থেকে বুমরা (5) ৫০ বলের দুরন্ত লড়াকু ইনিংস খেলার পর স্টোকসের বলে আউট হন। এরপর সিরাজ (4) ৩০ বল খেলে ফিরতেই ভারতের দ্বিতীয় ইনিংস ১৭০ রানে শেষ হয়। স্টোকস ৪৮ রানে ৩টি, আর্চার ৫৫ রানে ৩টি, ব্রেইডন কার্সে ৩০ রানে ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন ক্রিস ওকস ও বাশির। লর্ডসে দুই ইনিংস মিলিয়ে জাদেজা করলেন ১৩৫ রান। প্রথম ইনিংসে ওল পোপকেও আউট করেছিলেন জাদেজা।