বর্ডার-গাভাসকর ট্রফি ২০২৩-য়ে মাতিয়ে দিলেন ভারতের দুই স্পিনার-অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এই সিরিজে অশ্বিন ২৫টি ও জাদেজা ২৪টি উইকেট নেন। ব্যাট হাতেও দলের প্রয়োজনে, কঠিন সময়ে দু জনে দারুণ খেলেন। অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে টিম ইন্ডিয়া সিরিজ জিতল ২-১। টিম ইন্ডিয়ার দুই স্পিনার নাগপুর, দিল্লিতে বড় ফারাক গড়া স্পেল করেন। এমনকি ভারত ইন্দোরে হারলেও দু জনে ভাল বল করেন। আমেদাবাদে ড্র টেস্টে প্রথম ইনিংসে অশ্বিন নেন ৬টি উইকেট।
সিরিজের প্রথম দুটি টেস্টে নাগপুর, ও দিল্লিতে ম্যাচের সেরা হয়েছিলেন জাড্ডু। নাগপুরে দুই ইনিংস মিলিয়ে মোট ৭ উইকেট ও প্রথম ইনিংসে ৭০ রান করেছিলেন জাদেজা। দিল্লিতে আরও ঘাতক হয়ে দ্বিতীয় ইনিংসে ৭টি সহ মোট ১০টি উইকেট নেন। আরও পড়ুন-
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে? কোন মাঠে এবার মুখোমুখি হবে ভারত- অস্ট্রেলিয়া
দেখুন টুইট
Ravichandran Ashwin & Ravindra Jadeja won the player of the series in BGT 2023.
— Johns. (@CricCrazyJohns) March 13, 2023
আমেদাবাদে ম্যান অফ দি ম্যাচ হন বিরাট কোহলি। এদিন অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে করেন ১৭৫ রান। দ্বিতীয় ইনিংসে অশ্বিন ও অক্ষর প্য়াটেল একটি করে উইকেট নেন।
বর্ডার-গাভাসকর ট্রফি ২০২৩-এ অশ্বিনের বোলিং পারফরম্যান্স
সিরিজে মোট ২৫টি উইকেট নেন অশ্বিন।
প্রথম টেস্ট: নাগপুরে ৮টি উইকেট (দ্বিতীয় ইনিংসে ৩৭ রান দিয়ে ৫টি)
দ্বিতীয় টেস্ট: দিল্লিতে ৬টি উইকেট (দুই ইনিংসে ৩টি করে)
তৃতীয় টেস্ট: ইন্দোরে ৪টি উইকেট (প্রথম ইনিংসে ৪৪ রান দিয়ে ৩টি )
চতুর্থ টেস্ট: আমেদাবাদে ৭টি উইকেট (প্রথম ইনিংসে ৯১ রানে ৬ উইকেট)
বর্ডার-গাভাসকর ট্রফি ২০২৩-এ জাদেজার বোলিং পারফরম্যান্স
সিরিজে মোট ২৪টি উইকেট নেন জাদেজা
প্রথম টেস্ট: নাগপুরে ৭টি উইকেট (প্রথম ইনিংসে ৪৭ রান দিয়ে ৫টি)
দ্বিতীয় টেস্ট: দিল্লিতে ৭টি উইকেট (প্রথম ইনিংসে ৬৮ রান দিয়ে ৪টি উইকেট)
তৃতীয় টেস্ট: ইন্দোরে ৪টি উইকেট (দুই ইনিংসে দুটি করে উইকেট নেন )
চতুর্থ টেস্ট: আমেদাবাদে ৬টি উইকেট (প্রথম ইনিংসে ৮৯ রান দিয়ে ৪টি উইকেট নেন)