সোমবার ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট রুদ্ধস্বাস লড়াইয়ে জিতে নিয়েছে নিউজিল্যান্ড।কিউয়িরা টেস্ট জিততেই নিশ্চিত হয়ে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ফাইনাল। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল ভারত। আগামী ৭-১১ জুন লন্ডনের ঐতিহাসিক ওভালে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার খেতাবি লড়াইয়ে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনাল হয়েছিল সাউদাম্পটনে। সে বার ফাইনালে উঠেছিল ভারত এবং নিউজিল্যান্ড। তবে শেষ হাসি হেসেছিলেন কেন উইলিয়ামসন। এবার সেই কেনের সেঞ্চুরির জোড়ে ফাইনাল পৌঁচল ভারত।
India have qualified for the World Test Championship final!
They'll take on Australia at The Oval for the #WTC23 mace!More: https://t.co/75Ojgct97X pic.twitter.com/ghOOL4oVZB
— ICC (@ICC) March 13, 2023
A win off the last ball in Christchurch. Kane Williamson (121*) sees the team home at Hagley Oval. Catch up on the scores | https://t.co/8l62KZ2FPr. #NZvSL pic.twitter.com/Fx2s5nRyfG
— BLACKCAPS (@BLACKCAPS) March 13, 2023
২০২৩ সালের জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের ফাইনাল হবে লন্ডনের ওভালে।এর আগে দ্য ওভালে আইসিসির বড় দুটো ইভেন্ট হয়েছে। ২০০৪ সালে এবং ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হয়েছিল ওভালেই। এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের সুযোগ পাচ্ছে ওভাল। পয়েন্ট টেবলে শীর্ষ দুটি দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। আপাতত পয়েন্ট টেবলে শীর্ষ দুটি স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত।