ইডেন গার্ডেন্সে আগুন ঝরালেন বাংলার পেসাররা। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে আকাশদীপ সিং, মুকেশ কুমারদের দাপটে ঝাড়খণ্ড প্রথম ইনিংসে মাত্র ১৭৩ রানে অল আউট হয়ে গেল। ৬৬.২ ওভারে গুঁচিয়ে গেল ঝাড়খণ্ডের ইনিংস। আকাশের মুখভার, পিচে সবুজভাবকে কাজে লাগিয়ে আকাশদীপ, মুকেশরা বাংলাকে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে দিলেন। আকাশদীপ ৬২ রান দিয়ে নিলেন ৪ উইকেট, মুকেশ তিন উইকেট নিলেন ৬১ রানে। ইশান পোড়েল ও আকাশ ঘটক একটি করে উইকেট নিলেন। তিনে নেমে ঝাড়খণ্ডের ব্যাটার কুমার সূরজ (৮৯ অপরাজিত) দারুণ ইনিংস না খেললে মহেন্দ্র সিং ধোনির রাজ্যের হাল আরও খারাপ হত। ঝাড়খণ্ডের অধিনায়ক বিরাট সিং (৬), অঙ্কুল রায় (৪)-রা ব্যর্থ হলেন।
দিনের খেলার শুরুতেই ঝাড়খণ্ডের দুই ওপেনার কুমার দেওব্রাটত (৮) ও আরিয়ামান সেন (৪)-কে আউট করেন আকাশদীপ। এরপর বিরাট সিং (৬)-কে আউট করেন আকাশ ঘটক। এরপর ঝাড়খণ্ডের ইনিংসে মিডল অর্ডারে ধস নামে । ৩ উইকেটে ৫৬ থেকে ৭৭ রানে ৫ উইকেট হারান বিরাটরা। তবে দলের ভরাডুবির মাঝে দারুণ খেলছিলেন কুমার সূরয। শেষ অবধি সূরয অপারজিত থেকে যান। আরও পড়ুন-হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন পন্থ
টসে জিতে ঝাড়খণ্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। ম্যাচের আগের দিন পিচ নিয়ে ক্ষোভ দেখিয়ে সিএবির উদাসীনতা তুলে ধরেছিলেন অধিনায়ক মনোজ। ইডেনে প্রথম দিনের পিচ কিন্তু মনোজের অভিযোগকে অনেকটাই সত্য়ি প্রমাণ করল।
বাংলার একাদশ- অভিমন্য়ু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল (উইকেকিপার), মনোজ তিওয়ারি (অধিনায়ক), অনুষ্টুপ মজুমদার, কাজি সাইফি, শাহবাজ আহমেদ, আকাশদীপ সিং , আকাশ ঘটক, মুকেশ কুমার, ইশান পোড়েল।