যতটা মনে করা হচ্ছিল, তার থেকে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। যেভাবে সেরে উঠছেন, তাতে পন্থকে চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে নিজের বাড়িতে ডাক্তারদের কড়া পর্যবেক্ষণে থাকতে হবে পন্থকে। দ্রুত সেরে উঠলেও পন্থের এখন মাঠে নামা তো দূরের কথা, বেশীক্ষণ দাঁড়িয়ে থাকার অনুমতি দিচ্ছেন না ডাক্তাররা। আইপিএলে খেলতে না পারলেও দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং ডাগ আউটে পন্থকে চেয়েছেন। দেরাদুনের হাসপাতালে থেকে উড়িয়ে এনে পন্থকে মুম্বইয়ের এক নামী হাসপাতালে ভর্তি করে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর চিকিতসার সব দায়িত্ব ও খরচ দিচ্ছে বিসিসিআই।
হাসপাতাল থেকে ছাড়া পেলেও চলতি বছর মাঠে নামার তেমন কোনও সম্ভাবানা নেই দিল্লির তারকা ব্যাটারের। ফলে আসন্ন আইপিএলের মত, দেশের মাটিতে হতে চলা অক্টোবরে বিশ্বকাপেও খেলতে পারছেন না পন্থ। আরও পড়ুন-বিশ্বকাপ জয়ী তিন বঙ্গতনয়া রিচা, তিতাস-ঋষিতাদের পাঁচ লক্ষ আর্থিক পুরস্কার মমতার
গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ডে তাঁর বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারাত্মক জখম হন পন্থ। রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে কিছুটা ছিটকে গিয়ে পড়ছিল তাঁর গাড়ি। এরপর সেটিতে আগুন ধরে যায়। পন্থ কোনওরকমে দরজার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসেন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। পন্থের গাড়িটা মাত্র ৬ মিনিটে পুরো আগুনে ভষ্মীভূত হয়ে যায়। পরে দেখা যায় গাড়ির সামনেটা পুরো দুমড়ে গেছে। বরাত জোরে প্রাণ বাঁচে যান ২৫ বছরের পন্থ।
দুর্ঘটনার পর রক্তাক্ত পন্থের ভিডিয়ো
Rishabh Pant's video just after today's accident pic.twitter.com/Ns5sk9tuOe
— Hasna Zaroori Hai (@HasnaZarooriHai) December 30, 2022
কেরিয়ারের খুব গুরুত্বপূর্ণ সময়ে মারাত্মক দুর্ঘটনায় চোট পেয়ে ছিটকে গেলেন পন্থ। দেশের হয়ে ৩৩টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ৬৬টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে পন্থ প্রমাণ করেছেন তিনি ধোনির যোগ্য উত্তরসূরি। এখনই পন্থের টেস্টে যা পারফরম্যান্স, তাতে পাঁচদিনের ক্রিকেটে তাঁকে ভারতের সবর্কালের সেরা উইকেটকিপারদের তালিকায় প্রথমের দিকেই রাখতে হয়। বিদেশের মাটিতে তাঁর পারফরম্য়ান্স সবাইকে ছাপিয়ে গিয়েছে। তিন ফর্ম্য়াটেই তিনি দেশের হয়ে উইকেটকিপারের গ্লাভস পরার জন্য তৈরি হচ্ছিলেন। কিন্তু মাঝখান থেকে একটা দুর্ঘটনা, সব কিছু উল্টে দিল।