মেয়েদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বসেরা হয় ভারতের তরুণী দল। শেফালি ভর্মার নেতৃত্বে বিশ্বজয়ী জয়ে দলে ছিলেন তিন বঙ্গকন্যা-শিলিগুড়ির রিচা ঘোষ (Richa Ghosh), চুচুঁড়ার তিতাস সাধু (Titas Sadhu) এবং হাওড়ার মেয়ে ঋষিতা বসু (Hrishita Basu)। বিশ্বজয়ী তিনি বঙ্গতনয়াকে ৫ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রিচা, তিতাসদের প্রশংসাও করেন মমতা।
ফাইনালে চার ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়ে দলকে জেতান তিতাস। ফাইনালে ম্যাচের সেরা হন চুচঁড়ার পেসার তিতাস। শিলিগুড়ির রিচা ঘোষ আগেই জাতীয় সিনিয়র দলের হয়ে উইকেটকিপার-ব্যাটার হিসেবে নজর কাড়েন। মিডল অর্ডার ব্য়াটার-উইকেটকিপার ঋষিতা বসু ফাইনালে নামেন গৌঙ্গগাদি তৃষা আউট হওয়ার পর। একটা বল খেলে অপরাজিত থাকেন হাওড়ার মেয়ে ঋষিতা। আরও পড়ুন-অবসরে মুরলী বিজয়
দেখুন তিতাসের কৃতিত্ব
Titas Sadhu bowled an excellent economical spell with bowling figures of 2-6 & bagged the Player of the Match award as #TeamIndia are crowned champions of the inaugural #U19T20WorldCup 👏👏 pic.twitter.com/srB6cQXY2a
— BCCI Women (@BCCIWomen) January 29, 2023
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পয়ের ভারতী মহিলা দলকে পাঁচ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন বিসিসিআই সচিব জয় শাহ। বুধবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়াদের কিউইদের বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচের মাঝে বিশ্বজয়ী শেফালি, রিচাদের সংবর্ধনা জানাবে বোর্ড।