কটক, ৫ মার্চ: রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচের তৃতীয় দিনের চণ্ডীগড়ের বিরুদ্ধে বড় রানের লিড পেল বাংলা। চণ্ডীগড়কে ২০৬ রানে বেঁধে দিলেন বাংলার বোলাররা। গতকাল দিনের শেষে চণ্ডীগড়ের স্কোর ছিল ৬ উইকেটে ১৩৩ রান। এদিন, চণ্ডীগড়ের বাকি চারটি উইকেট পড়ল ৭৩ রানে। নীলকণ্ঠ দাস ৪৭ রানে ৩টি ও মুকেশ কুমার-ইশান পোড়েল-সায়ন শেখর মণ্ডল ২ টি করে উইকেট নেন।
২৩১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা শুরুতেই হারায় অভিমন্যু ঈশ্বরণ(১৪)-এর উইকেট। বাংলার লিড এখন আড়াইশো ছাড়িয়েছে, হাতে এখনও ৯ উইকেট। দ্রুত রান তুলে ৩৫০ প্লাস লিড নিয়ে চণ্ডীগড়কে দ্বিতীয় ইনিংসে নামাতে চাইছে বাংলা। আরও পড়ুন: ওয়ার্ন হারানোর শোকে ভেঙে পড়ল অস্ট্রেলিয়া ক্রিকেট দল
সেক্ষেত্রে চণ্ডীগড়কে দ্বিতীয় ইনিংসে অল আউট করে পুরো পয়েন্ট পেতে হলে বাংলার বোলাররা পাবেন ১২০ ওভারের মত। প্রথম ইনিংসে বাংলা করে ৪৩৭ রান। অভিমন্যু ঈশ্বরণ দুরন্ত সেঞ্চুরি করেন। অনুষ্টুপ মজুমদার ৯৫ রান করেন। শেষের দিকে নেমে সায়ন শেখর মণ্ডল ৯৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে রঞ্জিতে প্রথম দুটি ম্যাচে বরোদা ও হায়দরাবাদকে সরাসরি হারিয়ে গ্রুপ শীর্ষে আছে বাংলা।