Shabaz Ahmed. (Photo Credits: Twitter)

কটক, ২০ ফেব্রুয়ারি: রঞ্জি ট্রফিতে (Ranhi Trpohy) বরোদার বিরুদ্ধে দুরন্ত জয় বাংলার। প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানে অল আউট হয়েও, দ্বিতীয় ইনিংসে ৩৫০ তুলে ৪ উইকেটে জিতল বাংলা। রবিবার,খেলার শেষ দিনে বাংলাকে জিততে হলে করতে হত ২০৬ রান, হাতে ছিল ৮ উইকেট। দিনের শুরুতেই গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণ (৭৯), অনুষ্টুপ মজুমদার (৩৩) আউট হওয়ার পর মনে হচ্ছিল হার নিশ্চিত বাংলার। মনোজ তিওয়ারি (৩৭)সেট হয়ে আউট হওয়ার পর লড়াই আরও কঠিন হয়ে যায়। মনোজ যখন আউট হন, তখন দলের স্কোর ৬ উইকেটে ২৪২।

জিততে তখনও দরকার ছিল ১০৮ রান, হাতে মাত্র ৪ উইকেট। কিন্তু এরপর সপ্তম উইকেটে শাহবাজ আহমেদ-অভিষেক পোড়েলের দুরন্ত অবিচ্ছেদ্য পার্টনারশিপে বাংলা স্মরণীয় জয় পায়। আরও পড়ুন: অলিম্পিকে হীরে জিতল ফিনল্যান্ড

সাত নম্বরে নেমে শাহবাজ আহমেদ ৭১ রানের অপরাজিত অবিশ্বাস্য ইনিংস খেলেন। অভিষেক ম্যাচে খেলতে নেমে বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান প্রতিকুল পরিস্থিতিতে ৭০ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানে অল আউট হওয়া দল, এক লহমায় বদলে যায়। বরোদা ৯৩ রানের লিড নিয়েও হেরে গেল বাংলার ব্যাটারদের জেদে।

এক নজরে স্কোর:

বাংলা- ৮৮, ৩৫০/৬

বরোদা- ১৮১, ২৫৫

বাংলা জয়ী ৪ উইকেটে