Finland's men's hockey team. (Photo Credits: Twitter)

বেজিং, ২০ ফেব্রুয়ারি: শীতকালীন অলিম্পিকের (Winter Olympics 2022) এক নম্বর ইভেন্টের খেলা শেষ হল। বরফের অলিম্পিক্সে যে ইভেন্টটা সোনা জিতলে বলা হয় হীরে জয়, সেই পুরুষদের আইস হকিতে চ্যাম্পিয়ন হল ফিনল্যান্ড (Finland)। বেজিংয়ে ফাইনালে রাশিয়াকে ২-১ গোলে হারিয়ে আইস হকিতে সোনা জিতল ফিনল্যান্ড। আইস হকির ইতিহাসে এটাই ফিনল্যান্ডের প্রথম সোনা জয়। শীতকালীন অলিম্পিকে অনেক ইভেন্টের খেলাই হয়, কিন্তু সবার চোখ থাকে আইস হকির দিকেই। ঠিক যেমন গ্রীষ্মকালীন অলিম্পিকে সবচেয়ে হাইপ্রোফাইল ইভেন্ট হল ১০০ মিটার দৌড়।

এদিকে, আজই শেষ হচ্ছে বেজিং শীতকালীন অলিম্পিক্স। ১৬টি সোনা ৩৭টি পদক জিতে পদক তালিকায় শীর্ষে থেকে শীতকালীন অলিম্পিক শেষ করল নরওয়ে।

দেখুন টুইট

সবাইকে চমকে আয়োজিক দেশ চিন ৯টি সোনা ১৫টি পদক জিতে পদক তালিকায় প্রথম তিনে শেষ করল।