India Women's Cricket Team. (Photo Credits: Twitter)

মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আর মাস দুয়েক পরেই শুরু হবে। ঠিক তার আগে আচমকাই ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচের পদ থেকে সরানো হল রমেশ পওয়ার (Ramesh Powar)-কে। হরমনপ্রীত কৌর-দের কোচের পদ থেকে সরিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার রমেশকে পাঠানো হল ভিভিএস লক্ষ্মণের সঙ্গে এনসিএ-তে স্পিন বোলারদের কোচ হিসেবে।

অন্যদিকে, ভারতীয় মহিলা দলের ব্যাটিং কোচ হিসেবে আনা হল হৃষিকেশ কানিতকরকে। তবে রমেশ পওয়ারের জায়গায় হরমনপ্রীতদের কোচ হিসেব কে আসবেন তা এখনও ঠিক হয়নি। আরও পড়ুন-রঞ্জি ট্রফিতে এবার মহিলা আম্পয়ার

দেখুন টুইট

২০১৮ সাল থেকে ভারতীয় মহিলা দলের কোচিং করিয়ে সাফল্য পেয়েছেন রমেশ পওয়ার। পওয়ারের কোচিংয়ে ভারতীয় মহিলা দল কমনওয়েলথে পদক জিতেছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তবে মিতালী রাজ, ঝুলন গোস্বামীদের সঙ্গে বিবাদের জেরে বিতর্কেও জড়িয়েছেন মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার রমেশ। আরও পড়ুন-

দেখুন টুইট

কোচ ছাড়াই ভারতীয় মহিলা দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুক্রবার থেকে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে। ১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে মহিলাদের অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপ।