Photo Credits: PTI

বাকু: আজারবাইজানের বাকুতে আয়োজিত দাবা বিশ্বকাপে (FIDE World Cup 2023) রানার্স (runner-up) হয়েছেন ১৮ বছর বয়সী ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)। দ্বিতীয় গেমের ট্রাইবেকারে ড্র হওয়ার ফলে চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। কিন্তু, তাঁর সাফল্য খুশি হয়েছেন ভারতীয়রা। টুইট করে প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)।

পরে সংবাদ সংস্থা পিটিআইয়ের সাংবাদিকের মুখোমুখি হয়ে ভারতের বিস্ময় দাবাডু প্রজ্ঞানন্দ বলেন, "আমি মনে করি যে কোনও ক্ষেত্রে সফল (succeed) হওয়ার জন্য পরিবারের সমর্থন (family support) অত্যন্ত গুরুত্বপূর্ণ (very important)। আমার পরিবার আমাকে অনেক সহযোগিতা (supportive) করেছে। তার জন্য আমি তাঁদের কাছে খুবই কৃতজ্ঞ।"

দেখুন ভিডিয়ো:

নিজের অনুভূতি সম্পর্কে তিনি আরও বলেন, "আমি শুধু শান্ত ছিলাম। আমি কিছুই অনুভব করিনি। আসলে আমি শুধু নিজের সেরাটা দিতে চেয়েছিলাম। হয়তো আমি আরও ভালো খেলতে পারতাম, তবে যাইহোক ঠিক আছে।"

দেখুন ভিডিয়ো:

ভাইয়ের জয়ে উচ্ছ্বসিত প্রজ্ঞানন্দের দিদি বৈশালী বলেন, "আমি ওর জন্য সত্যিই খুব গর্বিত। ও যে এতদূর এসে রুপোর পদক জিতেছে তা প্রশংসনীয়।" আরও পড়ুন: Pakistan Squad Announced, Asian Games 2023: চিনে আয়োজিত এশিয়ান গেমসের দল ঘোষণা পাকিস্তান ক্রিকেটের

দেখুন ভিডিয়ো: