R Praggnanandhaa Wins Paracin Open: প্যারাসিন ওপেন 'এ' দাবা টুর্নামেন্ট জিতলেন ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ
R Praggnanandhaa. (Photo Credits: Twitter)

প্যারাসিন, ১৭ জুলাই: সার্বিয়ায় প্যারাসিন ওপেন 'এ' দাবা টুর্নামেন্ট (Paracin Open 'A' Chess Tournament 2022) জিতলেন ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)। ৯ রাউন্ডে ৮ পয়েন্ট করে ১৬ বছর বয়সি এই দাবাড়ু অপরাজিত থাকেন ও অর্ধেক পয়েন্ট এগিয়ে কিস্তিমাত করেন। ৭.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আলেকজান্ডার প্রেডকে। আলিশার সুলেমেনভ এবং ভারতের এএল মুথাইয়া দু'জনেই ৭ পয়েন্ট করেছেন। সুলেমেনভ টাই-ব্রেক স্কোরের ভিত্তিতে তৃতীয় স্থান দখল করেন।

আরেক তরুণ ভারতীয় দাবাড়ু ভি প্রণব চূড়ান্ত রাউন্ডে প্রেডকে-র কাছে হারের পর ৬.৫ পয়েন্ট নিয়ে শেষ করেছেন। ভারতীয় জিএম অর্জুন কল্যাণ ৬.৫ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছেন। আরও পড়ুন: Commonwealth Games 2022: বার্মিংহাম কমনওয়েলথ গেমসের জন্য ভারতীয় দল ঘোষণা করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন

দুর্দান্ত ফর্মে রয়েছন আর প্রজ্ঞানন্দ। প্রথম ছয়টি গেম তিনি জিতে নেন। সপ্তম রাউন্ডে আলেকজান্ডার প্রেডকের বিরুদ্ধে ম্যাচটি ড্র হয়। অষ্টম রাউন্ডে তিনি স্বদেশী জিএম অর্জুন কল্যাণকে পরাজিত করেন এবং নবম ও চূড়ান্ত রাউন্ডে কাজাখস্তানের আলিশার সুলেমেনভের বিরুদ্ধে ড্র করেন।