Tokyo Olympics 2020: আকানে ইয়ামাগুচিকে হারিয়ে অপ্রতিরোধ্য সিন্ধুর জয়রথ
পিভি সিন্ধু (Photo Credits: Getty Images)

টোকিও অলিম্পিকে (Tokyo Olympics 2020) পিভি সিন্ধুর (PV Sindhu) জয়রথ চলছে তরতরিয়ে৷ লভলিনার পর ভারতীয় ব্যাডমিন্টন তারকাও নিশ্চিত করলেন পদক৷ প্রতিপক্ষ জাপানের  আকানে ইয়ামাগুচিকে হারিয়ে সেমিফাইনালে যাত্রা নিশ্চিত করলেন পিভি সিন্ধু৷ ইয়ামাগুচির বিরুদ্ধে প্রথম গেমে  ২১-১৩। একেবারে দাপুটে জয় দিয়ে শুরু করে দ্বিতীয় গেমে ২২-২০ ফলে জিতলেন সিন্ধু। দ্বিতীয় গেমে লড়াইটা কঠিন হলেও ইয়ামাগুচিকে হাল ছাড়তেই হল৷ ২০-২০ ব্যবধান থেকে স্ট্রেট সেটে ২ পয়েন্টে এগিয়ে সেমিফাইনালে কেলা নিশ্চিত করে ফেললেন তিনি৷ রিও অলিম্পিকে পদক জয়ী সিন্ধুর কাছে টোকিও-র পদক থেকে দূরত্ব মাত্র ১ ধাপ৷

এদিন টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে প্রথম গেমে জয়লাভ করেন পিভি সিন্ধু। ২১-১৩ ব্যবধানে তিনি এই গেম তিনি নিজের ঝুলিতে পুরে নিয়েছেন। প্রায় ২৩ মিনিট ধরে চলে প্রথম গেম। সিন্ধু ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। আজ সিন্ধুর রক্ষণ এবং আক্রমণ দেখার মতো ছিল। অন্য দিকে শুরু থেকেই ইয়ামাগুচিকে যথেষ্ট চাপের মধ্যে দেখতে পাওয়া যায়। আরও পড়ুন-SIT To Probe Death Of Jharkhand Judge: Hit And Run-এর বলি ঝাড়খণ্ডের বিচারক, তদন্তে গঠিত SIT

দ্বিতীয় গেমে প্রথম থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন পিভি সিন্ধু৷ হাতেনাতে তার ফলও মিলল৷ সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে রণে ভঙ্গ দিলেন হায়দরাবাদি কন্যা৷